দেশে বর্তমান সরকারি কলেজের পরিসংখ্যান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সেই সঙ্গে সরকারের তিন মেয়াদে এমপিওভুক্ত করা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও জানিয়েছেন তিনি।
চলমান সংসদ অধিবেশনের প্রশ্নোত্তরে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘বর্তমানে দেশে সরকারি কলেজের সংখ্যা ৭০১টি। এতে মোট শিক্ষার্থী রয়েছেন ২৫ লাখ ৫৮ হাজার ৮৮৬ জন। যার মধ্যে ছাত্রের সংখ্যা ১২ লাখ ৯৭ হাজার ২১৭ এবং ছাত্রীর সংখ্যা ১২ লাখ ৬১ হাজার ৬৬৯ জন।’
নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘সরকারের দরিদ্রবান্ধব কার্যক্রম গ্রহণের ফলে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৫২ দশমিক ৫০ শতাংশ শিক্ষার্থী বৃদ্ধি পেয়েছে।’
তিনি বলেন, ‘সরকারের তিন মেয়াদে সাড়ে ৫ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে।’
আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।