ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের মেধাতালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তি শেষ হয়েছে। অনুষদের ২৪০টি আসনের মধ্যে একটি বিভাগে ২১টি আসন শূন্য রয়েছে।
আসন খালি সাপেক্ষে প্রথম অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের মেধাক্রম অনুসারে আগামী ৫ ও ৬ ডিসেম্বর সাক্ষাৎকার গ্রহণ করা হবে। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. এম. এয়াকুব আলী।
আসন খালি সাপেক্ষে প্রথম অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের মেধাক্রম অনুসারে আগামী ৫ ও ৬ ডিসেম্বর ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। তাদের ৭ ডিসেম্বর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।