হোম > শিক্ষা

জুলাই চেতনায় নতুন বাংলাদেশ গড়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

শিক্ষা ডেস্ক

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দিচ্ছেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ। ছবি: আজকের পত্রিকা

জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ। জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্য "July- beyond boundaries" শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-হংকং এই সভার আয়োজন করে। কনসাল জেনারেল ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুর এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কনস্যুলেটের কনসাল জাহিদুর রহমান।

অনুষ্ঠানে বাংলাদেশ মেট্রোপলিটন চেম্বার অব কমার্স, হংকংয়ের সভাপতি দেওয়ান সাইফুল আলম মাসুদ, কমিউনিটির প্রতিনিধি মো. জাফর আলী, গোলাম মোস্তফা, ড. আজাদ রহমান, মো. জহিরুল ইসলাম, মো. ইমাম হোসেন কামরুল, ফারহানা সুলতানা, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হংকংয়ের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম নিজামী, বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, হংকংয়ের সভাপতি ইমরান আল ইকরাম প্রমুখ বক্তব্য রাখেন।

ছবি: আজকের পত্রিকা

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ বলেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশে বিনির্মাণে জুলাই গণঅভ্যুত্থানের ভূমিকা অনস্বীকার্য। তিনি জুলাই চেতনাকে ধারণ করে নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণে সব অংশীজনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের অবদানের কথা উল্লেখ করে তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যেক নাগরিকের ইতিবাচক পরিবর্তনের ওপর জোর দেন। তিনি মনে করেন, ব্যক্তির পরিবর্তনের মাধ্যমে সমাজের পরিবর্তন সম্ভব।

কনসাল জেনারেল ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুর তাঁর বক্তব্যে জুলাই অভ্যুত্থানের আদর্শকে ধারণ করে সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে যার যার অবস্থান থেকে যথার্থ ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি কনস্যুলেটের সেবা প্রদানমূলক কাজে জুলাই চেতনাকে ধারণ করতে কনস্যুলেটের সব কর্মকর্তা ও কর্মচারীকে নির্দেশ প্রদান করেন।

পরীক্ষা নিয়ে স্কুলে মুখোমুখি শিক্ষক-অভিভাবকেরা

শাবিপ্রবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৮ ডিসেম্বর

ব্যাংকে ব্যবহৃত ১০টি ইংরেজি বাক্য: (পর্ব-১)

চীনের চংকিং বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

বিশ্ববিদ্যালয়ে ভর্তি: বাংলায় বাড়তি প্রস্তুতি চাই

সরকারি স্কুলে ভর্তির বয়স নিয়ে নতুন নির্দেশনা মাউশির

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে লাগাতার অবস্থানের ডাক

ঢাকা বিশ্ববিদ্যালয় খুলবে ২৮ ডিসেম্বর, অনলাইন ক্লাস বন্ধ হবে তার আগেই

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: ৫ দফা দাবিতে ইডেনের শিক্ষার্থীদের বিক্ষোভ

ফোসেপ প্রকল্প : কেনাকাটায় হাতখোলা মাউশি