হোম > শিক্ষা

আন্তর্জাতিক সম্মাননা পেলেন জাককানইবির শিক্ষার্থী

প্রতিনিধি, জাককানইবি

বিশ্বের ৯টি দেশের ১৮৫ জনকে পরাজিত করে আন্তর্জাতিক সম্মাননা পেলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) চারুকলা অনুষদের শিক্ষার্থী আশরাফুন নাহার। এশিয়া ইন্টারন্যাশনাল কমিউনিটি অফ আর্ট অ্যান্ড ডিজাইনের আয়োজনে বেষ্ট প্রেজেন্টেশন বাই রুম অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। আশরাফুন নাহার বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের গ্রাফিক্স ডিজাইন বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী। 

বিষয়টি নিশ্চিত করেছেন জাককানইবির চারুকলা অনুষদের পক্ষে ড. সিদ্ধার্থ দে। তিনি জানান, শিক্ষার্থীদের শিল্পকর্ম অনলাইনে সংগ্রহ করা হয় এবং শিল্পকর্মগুলো ভার্চ্যুয়ালি প্রদর্শিত হয়। এটির আয়োজক দেশ ছিল মালয়েশিয়া। 

জানা যায়, অংশগ্রহণকারীদের মধ্য থেকে ১৬ জনকে বেস্ট প্রেজেন্টেশন বাই রুম অ্যাওয়ার্ড প্রদান করা হয়। যার মধ্যে বাংলাদেশ থেকে পুরস্কৃত হন আশরাফুন নাহার। বাংলাদেশ থেকে ৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এই আয়োজনে। যারা প্রত্যেকেই বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। 

বাকি অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন, আশরাফুন নাহার, শ্রাবণী দাস, তাসনোভা শারমিন, শর্মিষ্ঠা রায়, মো. জাহিদ হোসেন, রাখি আক্তার, সোনিয়া তাবাসসুম। এ ছাড়াও বাংলাদেশ থেকে অনুষ্ঠানটির প্রতিনিধিত্ব করেন জাককানইবি এর সহকারী অধ্যাপক আল মনজুর এলাহী। তারা সবাই জাককানইবি এর চারুকলা অনুষদের শিক্ষার্থী। 

অনুষ্ঠানে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে মালয়েশিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, রাশিয়া, কানাডা, ইন্দোনেশিয়া, পাকিস্তান, সৌদি আরব এবং বাংলাদেশ। এ ছাড়া ডিগ্রি শোকেস উপস্থাপনা এবং শিল্প ও নকশা জগতের চ্যালেঞ্জ এবং সুযোগ নিয়ে সিম্পোজিয়ামেরও আয়োজন করা হয়। 

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’-বিষয়ক সেমিনার

বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেল জবি শিক্ষার্থীর ‘হোয়াট ইফ’

জনদুর্ভোগ এড়াতে কর্মসূচিতে পরিবর্তন আনলেন সাত কলেজের শিক্ষার্থীরা

নতুন ভাষা আয়ত্ত করার ৮ কার্যকর ধাপ

জাপানে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত: শিক্ষা মন্ত্রণালয়

উপদেষ্টা পরিষদে উঠছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ

বাবা বেঁচে থাকলে স্বর্ণপদক দেখে কেঁদে ফেলতেন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

মাহিরের ভান্ডারে বিবিধ রতন