হোম > শিক্ষা

তুরস্কে উচ্চশিক্ষায় ইন্টার্নশিপের সুযোগ

মুসাররাত আবির

তুরস্কের শিক্ষাব্যবস্থা ইউরোপের দেশগুলোর মাঝে সেরা দশে অবস্থান করে নিয়েছে। তুরস্কের কয়েকটি বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড র‍্যাঙ্কিংয়েও আছে প্রথম সারির দিকে। প্রতিবছরই বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করে থাকে তুরস্ক সরকার। এসব শিক্ষাবৃত্তি নিয়ে পড়াশোনা করার সুযোগ থাকে তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। এই সুবিধার মাধ্যমে একজন শিক্ষার্থীর পড়াশোনার মান যেমন যুগোপযোগী হয়, তেমনি পাওয়া যায় তুরস্ক সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা।

তেমনি বিভিন্ন বিষয়ে এক মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ ও ইউনুস এমরে ইনস্টিটিউট। বাংলাদেশসহ যেকোনো দেশের স্নাতক ও স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন।

‘স্কাই গ্লোবাল সামার এক্সচেঞ্জ অ্যান্ড ইন্টার্নশিপ প্রোগ্রাম’-এর আওতায় শিক্ষার্থীদের বিমানে আসা-যাওয়ার খরচ, আবাসন ও খাবার খরচ, উপবৃত্তি এবং অভ্যন্তরীণ ভ্রমণ খরচ বহন করা হবে। এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে কোনো ফি লাগবে না।

তুর্কিতে চার সপ্তাহের ইন্টার্নশিপের মাধ্যমে তুরস্কের আঙ্কারায় অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ সুবিধা এবং এক সপ্তাহের সাংস্কৃতিক কার্যক্রমের সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া আইইএলটিএস বা টোয়েফল স্কোর লাগবে না।

অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপে অংশগ্রহণ করার সুযোগ পাবেন।

সুযোগ-সুবিধা

  • বিমানে আসা-যাওয়ার খরচ।
  • আবাসন সুবিধা।
  • খাবার খরচ।
  • অভ্যন্তরীণ ভ্রমণ খরচ।
  • উপবৃত্তি হিসেবে ৩ হাজার ৩০০ তুর্কি লিরা প্রদান করা হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২০ হাজার টাকা।
  • কোনো আবেদন ফি লাগবে না।

আবেদনের যোগ্যতা

  • ইংরেজিতে সাবলীলভাবে পড়তে, লিখতে ও কথা বলার দক্ষতা।
  • নির্ধারিত বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থী।
  • ন্যূনতম সিজিপিএ ৩.০ পেতে হবে।
  • তুরস্কে ভ্রমণে নিষেধাজ্ঞা নেই এমন শিক্ষার্থী।
  • ন্যূনতম ১৮ বছর বয়সী হতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

  • আবেদনপত্র।
  • সিভি (জীবনবৃত্তান্ত)।
  • এক পৃষ্ঠার ব্যক্তিগত বিবৃতি।
  • ইংরেজি ভাষার দক্ষতার প্রশংসাপত্র।
  • বৈধ পাসপোর্টের স্ক্যান কপি।
  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
  • সাদা ব্যাকগ্রাউন্ড একটা পাসপোর্ট সাইজের ছবি।
  • যত ধরনের এক্সট্রা কারিকুলার সার্টিফিকেট আছে (রচনা প্রতিযোগিতা, স্কাউট, বিএনসিসি, জিপিএ-৫ সংবর্ধনা, কোনো এনজিও বা অন্য প্রতিষ্ঠানে কাজ করা ইত্যাদি)।

আবেদনের প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফরম এবং প্রয়োজনীয় ডকুমেন্টস পিডিএফ আকারে (skyglobal@yee.org.tr)এই মেইলে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়

৩০ এপ্রিল, ২০২২।

ইন্টার্নশিপের সময়সীমা

১৮ জুলাই থেকে ১৯ আগস্ট, ২০২২।

 

২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, সূচি প্রকাশ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

নিজেকে বদলানোর জাদুর কাঠি

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টাফ বাসে শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ

জাপানের এনইএফ শিক্ষাবৃত্তি পেলেন বাকৃবির ১২ শিক্ষার্থী