হোম > শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৩ স্থাপনার নাম পরিবর্তন

জাককানইবি প্রতিনিধি 

ফাইল ছবি

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও বঙ্গবন্ধু স্কয়ারের নাম পরিবর্তন করা হয়েছে।

গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ৮৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন নামকরণ করা হয়েছে বিদ্রোহী হল। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল পরিবর্তিত হয়েছে শিউলি মালা হলে। একই সঙ্গে বঙ্গবন্ধু স্কয়ারের নতুন নামকরণ করা হয়েছে জুলাই-২৪ স্কয়ার।

শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই নতুন নামকরণ চূড়ান্ত করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরই বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবার সংশ্লিষ্ট সবার প্রতিকৃতি ও নামফলক ভেঙে ফেলেন শিক্ষার্থীদের একাংশ। তাঁরা প্রাথমিকভাবে দুটি হলের নাম পরিবর্তন করে ‘বিদ্রোহী হল’ ও ‘শিউলিমালা হল’ নির্ধারণ করেন। সিন্ডিকেট সভায় তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। আসিফ আহমেদ তাহসান নামের এক শিক্ষার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সুন্দর একটি কাজ করেছে। বংশগত ভিত্তি কোথাও থাকবে না। নজরুলের প্রতিটি সৃষ্টিকর্মের স্বাক্ষর থাকুক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায়।’

আরেক শিক্ষার্থী মো. রাজু শেখ বলেন, ‘রাজনৈতিক তোষামোদীর কারণে নেতাদের খুশি করতেই একটি নির্দিষ্ট পরিবারকেন্দ্রিক নামগুলো দেওয়া হয়েছিল। সর্বক্ষেত্রেই রাজনৈতিক তোষামোদী নিপাত যাক। আমরা চাই নজরুলের সৃষ্টিকর্মের নামেই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্থাপনার নামকরণ করা হোক।’

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

বিইউবিটিতে চতুর্থবারের মতো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’ আয়োজিত

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

জাবির ‘সি’ ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৫)

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)