হোম > শিক্ষা

বিদেশে উচ্চশিক্ষা: হংকং পিএইচডি ফেলোশিপ

হংকং পিএইচডি ফেলোশিপ প্রোগ্রাম। এটি ২০০৯ সালে হংকংয়ের রিসার্চ গ্রান্টস কাউন্সিল (RGC) দ্বারা প্রতিষ্ঠিত হয়। এর আওতায় ইতিমধ্যে স্নাতকোত্তর শেষ করা আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা খরচে পিএইচডি করার সুযোগ দিচ্ছে দেশটি। 

‘হংকং পিএইচডি ফেলোশিপ প্রোগ্রাম ২০২৩’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই ফেলোশিপ দেওয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের আগ্রহী শিক্ষার্থীরা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। পিএইচডি ফেলোশিপ দেওয়া হবে মোট ৩০০টি। আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীরা নিম্নলিখিত বিষয়গুলোতে আবেদন করতে পারবেন। বিজ্ঞান, চিকিৎসা, প্রকৌশল এবং প্রযুক্তি, সেই সঙ্গে মানবিক, সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা।

যেসব বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ফেলো হিসেবে যোগ দেওয়া যাবে:

  • সিটি ইউনিভার্সিটি অব হংকং
  • হংকং ব্যাপটিস্ট বিশ্ববিদ্যালয়
  • লিংনান বিশ্ববিদ্যালয়
  • চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং
  • হংকংয়ের শিক্ষা বিশ্ববিদ্যালয়
  • হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি
  • হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি
  • হংকং বিশ্ববিদ্যালয় 

সুযোগ-সুবিধা

  • ফেলোশিপ প্রাপ্তদের তিন বছর পর্যন্ত বার্ষিক ৩ লাখ ২৫ হাজার ২০০ হংকং ডলার উপবৃত্তি দেওয়া হবে। (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ লাখ টাকা)।
  • একটি সম্মেলন এবং গবেষণা ভ্রমণভাতা হিসেবে ১৩ হাজার ৬০০ হংকং ডলার দেওয়া হবে। (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা)।
  • অধ্যয়নরত বিশ্ববিদ্যালয়গুলো থেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়ে থাকে। 

আবেদনের যোগ্যতা

  • যেসব আন্তর্জাতিক শিক্ষার্থী সদ্য স্নাতকোত্তর শেষ করেছেন এবং ফুলটাইম পিএইচডি হিসেবে ভর্তি হতে ইচ্ছুক, তাঁরা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।
  • প্রাতিষ্ঠানিক অসাধারণতা।
  • ইংরেজি ভাষা দক্ষতার সনদ (IELTS)। তবে একাডেমিক কোর্স ইংরেজি ভাষায় হলে এই IELTS-এর প্রয়োজন নেই।
  • গবেষণা ক্ষমতা এবং সম্ভাবনা থাকতে হবে।
  • যোগাযোগ ও আন্তব্যক্তিক দক্ষতা থাকতে হবে।
  • নেতৃত্বের ক্ষমতা থাকতে হবে। 

আবেদনের প্রক্রিয়া
আবেদনকারীদের অনলাইনের মাধ্যমে হংকং পিএইচডির জন্য একটি প্রাথমিক আবেদন করতে হবে। আবেদন করতে এবং ফেলোশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আবেদনের শেষ সময়: আগামী ১ ডিসেম্বর, ২০২২ 

সূত্র: https://cerg1.ugc.edu.hk

গবেষণা না শিখে বিদেশে উচ্চশিক্ষায় যাবেন না

মাদ্রাসায় ছুটি বাড়ল ১১ দিন, স্কুলে কমল ২০ দিন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিদের মেয়াদ বাড়ল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত

জাতীয় শিক্ষা সপ্তাহে পুরস্কৃত হলো ২৬১ শিক্ষার্থী

নিকাব বিতর্কে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ইউএপির দুই শিক্ষক চাকরিচ্যুত, ক্লাস বন্ধ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’-বিষয়ক সেমিনার

বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেল জবি শিক্ষার্থীর ‘হোয়াট ইফ’

জনদুর্ভোগ এড়াতে কর্মসূচিতে পরিবর্তন আনলেন সাত কলেজের শিক্ষার্থীরা

নতুন ভাষা আয়ত্ত করার ৮ কার্যকর ধাপ

জাপানে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি