হোম > শিক্ষা

টাইমস হায়ার এডুকেশনের তালিকায় আইইউবি

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাঙ্কিংস ২০২৫-এ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে শীর্ষস্থান অর্জন করেছে। আইইউবি বৈশ্বিকভাবে ৪০১-৫০০ ক্যাটাগরিতে স্থান পেয়েছে এবং দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে পঞ্চম স্থানে।

টিএইচইয়ের এই র‍্যাঙ্কিং ইন্টারডিসিপ্লিনারি বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর অবদানকে তিনটি প্রধান স্তম্ভে মূল্যায়ন করে: ইনপুট (অর্থায়ন), প্রক্রিয়া (প্রাতিষ্ঠানিক সহায়তা) এবং আউটপুট (গবেষণার গুণগত মান ও পরিচিতি)। এবারের র‍্যাঙ্কিংয়ে বৈশ্বিক তালিকায় শীর্ষ তিন বিশ্ববিদ্যালয় হলো যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এবং সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর।

টিএইচইয়ের মূল্যায়ন পদ্ধতিতে ১১টি কর্মক্ষমতার সূচক বিবেচনা করা হয়। এ জন্য ১৫ দশমিক ৭ কোটি সাইটেশন, ১ দশমিক ৮ কোটি গবেষণা প্রকাশনা এবং বিশ্বব্যাপী ২০ হাজারের বেশি শিক্ষাবিদের মাঝে চালানো জরিপের তথ্য বিশ্লেষণ করা হয়।

আইইউবির ভারপ্রাপ্ত উপাচার্য খন্দকার মো. ইফতেখার হায়দার বলেন, ‘এই স্বীকৃতি গবেষণা ও একাডেমিক উৎকর্ষতার প্রতি আইইউবির প্রাতিষ্ঠানিক অঙ্গীকার এবং শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের প্রতিফলন। এ অর্জন বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সাহস জোগাচ্ছে এবং আমরা বৈশ্বিক পর্যায়ে অবদান রাখার প্রেরণা পাচ্ছি।’

টাইমস হায়ার এডুকেশন ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স র‍্যাঙ্কিং ২০২৫ সম্পর্কে বিস্তারিত জানা যাবে সংশ্লিষ্ট ওয়েবসাইটে

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

বিইউবিটিতে চতুর্থবারের মতো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’ আয়োজিত

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

জাবির ‘সি’ ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৫)

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে

৫৫তম মহান বিজয় দিবসে পাঠকবন্ধুর শ্রদ্ধা

জকসু নির্বাচন: প্রার্থিতা ফিরে পেলেন ছাত্রদলের অর্ঘ্যসহ ৯ শিক্ষার্থী

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)