হোম > শিক্ষা

সাউথইস্ট ইউনিভার্সিটিতে জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা

সাউথইস্ট ইউনিভার্সিটিতে জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

সাউথইস্ট ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) ১৫ জানুয়ারি জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং টেকসই উন্নয়নের প্রয়োজনীয়তা নিয়ে একটি বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন বুয়েটের সাবেক অধ্যাপক এবং ব্র্যাক ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক আইনুন নিশাত। তিনি জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের সম্ভাব্য চ্যালেঞ্জ এবং টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিশদ আলোচনা করেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন এবং সঞ্চালনা করেন আইআরটির পরিচালক অধ্যাপক ড. আবুল হাসনাত আলমগীর।

অধ্যাপক আইনুন নিশাত তাঁর আলোচনায় একটি স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে এবং মানুষের জীবন ও জীবিকা উন্নয়নে নদী, বন ও জলাভূমি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁর মতে, টেকসই উন্নয়ন মানে অর্থনৈতিক প্রবৃদ্ধি, মানুষের সহায়তা এবং পরিবেশ রক্ষা করার মধ্যে ভারসাম্য বজায় রাখা।

ড. নিশাত সতর্ক করে বলেন, যদি বর্তমান গতিতে জলবায়ু পরিবর্তন চলতে থাকে, তাহলে বাংলাদেশ মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি হবে, যার মধ্যে রয়েছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনিয়মিত ও চরম আবহাওয়া, খাদ্যসংকট এবং মানুষের স্থানচ্যুতি। তিনি একটি নিরাপদ এবং টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য দায়িত্বশীলদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মালয়েশিয়ার উচ্চশিক্ষা সম্মেলনে ড্যাফোডিলের মো. সবুর খান

২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, সূচি প্রকাশ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

নিজেকে বদলানোর জাদুর কাঠি

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টাফ বাসে শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ