হোম > শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের স্থগিত পরীক্ষা শুরু ৭ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শিক্ষার্থীদের দাবির মুখে চতুর্থ বর্ষের স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত সময় ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে এ পরীক্ষা শুরু হবে; শেষ হবে ১৭ ফেব্রুয়ারি। আজ মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

দেশে সংক্রমণ বেড়ে যাওয়ায় ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয় সরকার। সরকারের ঘোষণা অনুযায়ী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। তবে পরীক্ষা চালু রাখার দাবিতে কয়েক দিন ধরেই আন্দোলন চালিয়ে আসছেন স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশোধিত সময়সূচি অনুযায়ী ৭ ফেব্রুয়ারি থেকে স্থগিত হওয়া পরীক্ষাগুলো শুরু হবে। সব পরীক্ষার পরিবর্তিত বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

এর আগে স্নাতক চতুর্থ বর্ষের পরীক্ষার জন্য প্রায় তিন বছরের অপেক্ষায় ছিলেন ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। ৩১ জানুয়ারি এই পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তিনটি পরীক্ষা বাকি থাকতেই সরকারি নির্দেশনা অনুযায়ী পরীক্ষা স্থগিত করা হয়। 

২১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের পরীক্ষা স্থগিত করায় শিক্ষার্থীরা রাস্তায় নেমে অবস্থান কর্মসূচি পালন করেন। এর পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আশ্বাসে তাঁরা অবরোধ তুলে নেন। পরে এসব পরীক্ষা নেওয়ার ঘোষণা দেয় সাত কলেজ কর্তৃপক্ষ।

বিনা মূল্যের বই: মাধ্যমিকের পাঠ্যবইয়ে ফের বদল, সব বই ছাপা শেষ হয়নি

জকসু নির্বাচন: ‎ছাত্রনেতাদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দিল কমিশন

‎জকসু নির্বাচন: ৬টি মেশিনে ভোট গণনা, ফলাফল দেখা যাবে লাইভে

‎জকসু নির্বাচন: ‎শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রুট প্ল্যান ঘোষণা

যে কারণে সন্তানদের ‘আবৃত্তি’ শেখাবেন

জকসু নির্বাচন: কাল ভোট, নিরাপত্তা জোরদার

প্রতিষ্ঠার ১৫ বছর পর বুটেক্সে প্রথম সমাবর্তন

মধ্য জানুয়ারির আগেই শিক্ষার্থীদের হাতে শতভাগ বই পৌঁছাবে: শিক্ষা উপদেষ্টা

সমুদ্রের বাতাসে স্বাস্থ্যের বার্তা

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট