আশা-হতাশা ও শঙ্কা নিয়ে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা। আজ শনিবার বেলা ১১টা থেকে শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হয় পরীক্ষা।
পরীক্ষার্থীরা জানান, অন্যান্য বছর যেরকম পরীক্ষা হয়, স্বভাবত তার চেয়ে এবারের পরীক্ষা একটু কঠিন হয়েছে।
তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী মিনহাজুর রহমান জানান, `আমরা অন্যান্য বছর দেখেছি, বেশির ভাগ প্রশ্ন আসে মূল বই থেকে। কিন্তু এবারে ইংরেজির ক্ষেত্রে প্যারাগ্রাফসহ আরও কিছু বিষয় পরীক্ষায় এসেছে, যা আমরা কখনো পড়িনি।'
`খ' ইউনিটের পরীক্ষার্থী তাসলিমা আক্তার বলেন, `মূল বই থেকে বাংলায় সবচেয়ে বেশি প্রশ্ন হয়েছে। ইংরেজিটা একটু কঠিন হয়েছে। তবে সাধারণ জ্ঞান তুলনামূলকভাবে ভালো। বাকিটা আল্লাহর হাতে।'
বদরুন্নেসা মহিলা কলেজের শিক্ষার্থী সিরিয়া জাহানের সঙ্গে কথা হলে তিনি বলেন, `পরীক্ষার প্রশ্ন কঠিন হয়েছে। তবে লেখার চেষ্টা করেছি। আগের প্রশ্নগুলো দেখে যেরকম আশান্বিত হয়েছিলাম, পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখি তার বিপরীত। তবু আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পাব।'
রাজধানীর ঢাকা কলেজের শিক্ষার্থী আমিনুর রহমান বলেন, `পরীক্ষা খুব ভালো হয়েছে। আমি আশাবাদী। আমি যেরকম আত্মবিশ্বাস নিয়ে কেন্দ্রে প্রবেশ করেছি, ঠিক সেই আত্মবিশ্বাস নিয়ে বের হলাম।'