হোম > শিক্ষা

খুবিতে গণহত্যা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শীর্ষক ওয়েবিনার

প্রতিনিধি, খুবি (খুলনা) 

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) গণহত্যা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারব্যবস্থা বিষয়ক একটি একাডেমিক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিন কর্তৃক একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় একাডেমিক এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সেন্টার ফর দ্য স্টাডি অব জেনোসাইড অ্যান্ড জাস্টিসের পরিচালক মফিদুল হক। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন স্কুলের ডিন ও আইন ডিসিপ্লিন প্রধান অধ্যাপক ড. মো. ওয়ালিউল হাসানাত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন ডিসিপ্লিনের প্রভাষক ও সংশ্লিষ্ট কোর্সের শিক্ষক এহসান মজিদ মুস্তাফা। স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। 

এর পর অনুষ্ঠানের মুখ্য আলোচক আলোচ্য বিষয়ে তাঁর বক্তব্য ও প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি তাঁর বক্তব্যের শুরুতে গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধ এবং এসব অপরাধের বিচারবিষয়ক প্রসঙ্গ নিয়ে কথা বলেন। বক্তব্যের দ্বিতীয় অংশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের আইন প্রণয়ন ও বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা করেন তিনি। তিনি বলেন, ‘বাংলাদেশর মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীদের বিচার করতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্প্রদায়কে যে আহ্বান জানিয়েছিলেন, সেই দায়িত্ব পালনে তারা ব্যর্থ হলেও বাংলাদেশ সেই এগিয়ে এসেছে। এরই ফল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ।’ 

মূল বক্তব্য শেষে শুরু হয় শিক্ষার্থীদের প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্ব। মুক্তিযুদ্ধের ঋণ শোধের যে দায়, তা পূরণে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান এবং ভবিষ্যতে মুক্তিযুদ্ধ জাদুঘর ও সেন্টার ফর দ্য স্টাডি অব জেনোসাইড অ্যান্ড জাস্টিসের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিন একসঙ্গে কাজ করার আশা প্রকাশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। 

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. ওয়ালিউল হাসানাত। অনুষ্ঠানটিতে প্রথম বর্ষের এলজে-১১১১ কোর্সের সব শিক্ষার্থী সংযুক্ত ছিলেন। 

পরীক্ষা নিয়ে স্কুলে মুখোমুখি শিক্ষক-অভিভাবকেরা

শাবিপ্রবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৮ ডিসেম্বর

ব্যাংকে ব্যবহৃত ১০টি ইংরেজি বাক্য: (পর্ব-১)

চীনের চংকিং বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

বিশ্ববিদ্যালয়ে ভর্তি: বাংলায় বাড়তি প্রস্তুতি চাই

সরকারি স্কুলে ভর্তির বয়স নিয়ে নতুন নির্দেশনা মাউশির

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে লাগাতার অবস্থানের ডাক

ঢাকা বিশ্ববিদ্যালয় খুলবে ২৮ ডিসেম্বর, অনলাইন ক্লাস বন্ধ হবে তার আগেই

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: ৫ দফা দাবিতে ইডেনের শিক্ষার্থীদের বিক্ষোভ

ফোসেপ প্রকল্প : কেনাকাটায় হাতখোলা মাউশি