হোম > শিক্ষা

এইচএসসিতে আইসিটি নম্বর কমল, প্রশ্ন বাছাইয়ের সুযোগ বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা ৭৫ নম্বরে অনুষ্ঠিত হবে। যেখানে বর্তমানে এ পরীক্ষা হয় ১০০ নম্বরে। নম্বর কমার পাশাপাশি প্রশ্ন বাছাইয়েও সুযোগ বাড়ানো হয়েছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, এবারের আইসিটি পরীক্ষা ৭৫ নম্বরে অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৫ নম্বর ব্যবহারিক এবং ৫০ নম্বর তত্ত্বীয়। তত্ত্বীয় ৫০ নম্বরের মধ্যে ২০ নম্বর এমসিকিউ থাকবে। ২৫টি এমসিকিউ প্রশ্নের মধ্যে ২০টির উত্তর দিতে হবে। এ ছাড়াও বড় প্রশ্নের ক্ষেত্রে ৮টি প্রশ্নের মধ্যে তিনটির উত্তর দিতে হবে। যার নম্বর হবে ৩০।

এর আগে আজ বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৩ সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এ নিয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী। 

উচ্চমাধ্যমিকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের বই আগামী বছর পরিমার্জন করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেন, ‘আইসিটি বিষয়ের বই আগামী বছর পরিমার্জন করা হবে। কারণ আমাদের মনে হয়েছে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য বইটি কিছুটা কঠিন। আর এবার শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে ৭৫ নম্বরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

উল্লেখ্য, আগামী ১৭ আগস্ট থেকেই এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। এ বছর পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এইচএসসি পরীক্ষা হবে।

জকসুর প্রচারণা শেষ: সুষ্ঠু ও শঙ্কামুক্ত নির্বাচনের আশায় প্রার্থী ও শিক্ষার্থীরা

‎সুষ্ঠু ভোট নিশ্চিতে জকসু ও হল সংসদ নির্বাচনে বিশেষ নির্দেশনা

আইইএলটিএস পরীক্ষায় কেন পিছিয়ে শিক্ষার্থীরা

মার্টিন লুথার কিং সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর

আমিরাতে খলিফা বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রস্তুতি

জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৪০ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা কাল

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‘প্রশ্ন ফাঁসের’ অভিযোগ ওঠার পর প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত