হোম > শিক্ষা

শাবিতে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষার্থী বহিষ্কার

প্রতিনিধি, সিলেট

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগের জুনিয়র এক ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁকে সাময়িক বহিষ্কার করা হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

বহিষ্কৃত শিক্ষার্থীর নাম সুমন দাস। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী।

এর আগে গত সোমবার বিকেলে সিলেট নগরীর বাগবাড়ি এলাকায় টিউশনি করে বাসায় ফেরার পথে লোকপ্রশাসন বিভাগের এক ছাত্রীকে পথরোধ করে অসৌজন্যমূলক আচরণ করেন সুমন দাস। বাসায় ফেরার জন্য ওই শিক্ষার্থী সিএনজিচালিত অটোরিকশায় উঠলে সুমন জোর করে অটোরিকশায় উঠে শ্লীলতাহানির চেষ্টা করেন।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী ওই ছাত্রের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর একটি লিখিত অভিযোগ করেন। 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল বলেন, ভুক্তভোগী ওই ছাত্রীর অভিযোগ অনুযায়ী তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। অভিযুক্ত সুমন নিজেও এ ঘটনা স্বীকার করেছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাঁর চলমান পরীক্ষা এবং ফলাফল স্থগিত করা হয়েছে। ঘটনাটি অধিকতর তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলে পাঠানো হয়েছে।

উপাচার্য বলেন, ‘যৌন নিপীড়নের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। শিক্ষক-শিক্ষার্থী যারাই এই অপরাধ করবে, কাউকে ছাড় দেওয়া হবে না।’

‎সুষ্ঠু ভোট নিশ্চিতে জকসু ও হল সংসদ নির্বাচনে বিশেষ নির্দেশনা

আইইএলটিএস পরীক্ষায় কেন পিছিয়ে শিক্ষার্থীরা

মার্টিন লুথার কিং সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর

আমিরাতে খলিফা বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রস্তুতি

জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৪০ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা কাল

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‘প্রশ্ন ফাঁসের’ অভিযোগ ওঠার পর প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রচারণা শেষ হওয়ার আগে জকসু বামপন্থী প্যানেলের ৪০ হাজার লিফলেট চুরি