হোম > শিক্ষা

শাবিতে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষার্থী বহিষ্কার

প্রতিনিধি, সিলেট

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিজ বিভাগের জুনিয়র এক ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল মঙ্গলবার বিকেলে তাঁকে সাময়িক বহিষ্কার করা হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

বহিষ্কৃত শিক্ষার্থীর নাম সুমন দাস। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী।

এর আগে গত সোমবার বিকেলে সিলেট নগরীর বাগবাড়ি এলাকায় টিউশনি করে বাসায় ফেরার পথে লোকপ্রশাসন বিভাগের এক ছাত্রীকে পথরোধ করে অসৌজন্যমূলক আচরণ করেন সুমন দাস। বাসায় ফেরার জন্য ওই শিক্ষার্থী সিএনজিচালিত অটোরিকশায় উঠলে সুমন জোর করে অটোরিকশায় উঠে শ্লীলতাহানির চেষ্টা করেন।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী ওই ছাত্রের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর একটি লিখিত অভিযোগ করেন। 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আবু হেনা পহিল বলেন, ভুক্তভোগী ওই ছাত্রীর অভিযোগ অনুযায়ী তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। অভিযুক্ত সুমন নিজেও এ ঘটনা স্বীকার করেছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাঁর চলমান পরীক্ষা এবং ফলাফল স্থগিত করা হয়েছে। ঘটনাটি অধিকতর তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলে পাঠানো হয়েছে।

উপাচার্য বলেন, ‘যৌন নিপীড়নের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। শিক্ষক-শিক্ষার্থী যারাই এই অপরাধ করবে, কাউকে ছাড় দেওয়া হবে না।’

মন বসছে না পড়ার টেবিলে? জেনে নাও কারণ

উপসালা বিশ্ববিদ্যালয় বৃত্তি

মহাকাশে চীনা অভিযাত্রীদের সাম্প্রতিক গবেষণা

মালয়েশিয়ার উচ্চশিক্ষা সম্মেলনে ড্যাফোডিলের মো. সবুর খান

২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, সূচি প্রকাশ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

নিজেকে বদলানোর জাদুর কাঠি

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি