প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের অর্থনীতি পরীক্ষা অতীব নিকটে। তাই পঠিত বিষয়গুলো বারবার চর্চা করো। অর্থনীতি বিষয়ে ভালো ফলাফলের জন্য কিছু দিকনির্দেশনা প্রদান করছি—
গাণিতিক ও চিত্রভিত্তিক অংশগুলো বারবার অনুসরণ করলে ভুল কম হবে। সৃজনশীল অংশে তোমাদের প্রতিটি পত্রে ১১টি প্রশ্ন থেকে ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে। যা ইতিমধ্যে তোমরা জেনেছো।
- পরীক্ষা ভালো করার একটি সহজ উপায় হচ্ছে পরীক্ষার সময়ের সর্বোত্তম ব্যবহার করা। আগে থেকে পরিকল্পনা করে অগ্রসর হলে বা প্রস্তুতি গ্রহণ করলে অসুবিধা হয় না।
- গাণিতিক ও চিত্রভিত্তিক প্রশ্নের উত্তরের মাধ্যমে সময় বাঁচাতে হবে এবং পরিচ্ছন্ন উত্তরও হতে হবে। পরীক্ষকের দৃষ্টি আকর্ষণীয় করার জন্য প্রয়োজন প্রতিটি প্রশ্নের উত্তর নির্ভুল ও ধারাবাহিকভাবে দেওয়া।
- বহুনির্বাচনী প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে প্রথমে জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নগুলোর উত্তর দেবে, তারপর প্রয়োগও উচ্চতার দক্ষতার প্রশ্নগুলোর নিয়ে ভেবেচিন্তে উত্তর দিবে।
- সৃজনশীল প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে প্রথমে বাছাই করে নেবে, কোন প্রশ্নের উত্তরটি আগে দেবে আর কোনটির উত্তর পরে দেবে। যেন কোনো প্রশ্নের উত্তর একবার লিখে কাটতে না হয়। কারণ, তাতে অনেক সময় নষ্ট হবে।
নিচে তোমাদের দুটি পত্রের সৃজনশীল প্রশ্নের সম্ভাব্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেওয়া হলো—
অর্থনীতি প্রথমপত্র
প্রথম অধ্যায়
অধ্যায়ের শিরোনাম: মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান
সৃজনশীল প্রশ্নের গুরুত্বপূর্ণ বিষয়গুলো—
- উৎপাদন সম্ভাবনা রেখা
- অর্থব্যবস্থাসমূহ
দ্বিতীয় অধ্যায়
অধ্যায়ের শিরোনাম: ভোক্তা ও উৎপাদকের আচরণ
- ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি
- স্থিতিস্থাপকতার ভিত্তিতে দ্রব্যের প্রকৃতি নির্ণয়
- চাহিদা ও জোগান সমীকরণ গঠন
- ভারসাম্য দাম নির্ধারণ
তৃতীয় অধ্যায়
অধ্যায়ের শিরোনাম: উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়
- ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি
- মোট ব্যয়, গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক
- মোট আয়, গড় আয় ও প্রান্তিক আয়ের মধ্যে তুলনা
চতুর্থ অধ্যায়
অধ্যায়ের শিরোনাম: বাজার
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ও একচেটিয়া বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য দাম, পরিমাণ ও মুনাফা/ক্ষতি নির্ণয়
নবম অধ্যায়
অধ্যায়ের শিরোনাম: সামগ্রিক
আয় ও ব্যয়
- সামগ্রিক আয় বা জাতীয় আয় পরিমাপের পদ্ধতিসমূহ
- ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ
- ভোগ, সঞ্চয় ও বিনিয়োগ রেখা অঙ্কন
দশম অধ্যায়
অধ্যায়ের শিরোনাম: মুদ্রা ও ব্যাংক
- মুদ্রার পরিমাণ তত্ত্ব ও দ্রব্যের দাম, মুদ্রার মূল্যের প্রভাব
- কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলির মধ্যে তুলনা
- মোবাইল ব্যাংকিং
লেখক: মোহাম্মদ ফখরুল আলম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, রাজউক উত্তরা মডেল কলেজ ঢাকা।