এডি সায়েন্টিফিক ইনডেক্স-২০২১ এর প্রকাশিত তালিকানুযায়ী বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৫৪ জন গবেষক। সম্প্রতি বিশ্বসেরা গবেষকদের নিয়ে তালিকাটি প্রকাশ করা হয়।
গবেষকদের তালিকায় বাংলাদেশের ১ হাজার ৭৮৮ জন বিজ্ঞানীর নাম রয়েছে। এতে স্থান পেয়েছেন শাবিপ্রবির ৫৪ জন গবেষক। শাবিপ্রবির গবেষকদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম।
'এডি সায়েন্টিফিক ইনডেক্স' সংস্থাটি বিশ্বের ২০৬টি দেশের ১৩ হাজার ৫৩১টি বিশ্ববিদ্যালয় থেকে ৭ লাখ ৮ হাজার ৫৬১ জন বিজ্ঞানীর একটি তালিকা প্রকাশ করে। বিজ্ঞানীদের সাইটেশন এবং অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।