হোম > শিক্ষা

সুইডেনে উচ্চশিক্ষা: উপসালা বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

উচ্চশিক্ষার জন্য সুইডেন বেশ জনপ্রিয়। দেশটির উপসালা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের বৃত্তি দিয়ে থাকে। স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য উপসালা বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল বৃত্তি দেওয়া হয়। বাংলাদেশি শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। 

বৃত্তির সুযোগ-সুবিধা

  • টিউশন ফি পাবেন।
  • এই বৃত্তিতে শিক্ষার্থীরা বাসস্থানের খরচ পাবেন।
  • শিক্ষার্থীরা ল্যাবের সব সুবিধা ও যন্ত্রপাতি পাবেন।

আবেদনের যোগ্যতা

  • উপসালা বিশ্ববিদ্যালয় গ্লোবাল বৃত্তিতে আবেদনের জন্য আবেদনকারীদের অবশ্যই ইউরোপীয় ইউনিয়ন বা সুইজারল্যান্ডের বাইরের কোনো দেশের নাগরিক হতে হবে।
  • স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদন করার জন্য স্নাতক ডিগ্রির প্রশংসাপত্র থাকা আবশ্যক। পাশাপাশি ভালো একাডেমিক ফলাফলসহ উচ্চশিক্ষায় আগ্রহ থাকতে হবে।
  • আবেদনকারীদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়সীমার আগে স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে।
  • আবেদনকারীদের অবশ্যই স্নাতকোত্তর প্রোগ্রামের মানদণ্ড অনুযায়ী আবেদন ফরম পূরণ করতে হবে।
  • আবেদনকারীদের অবশ্যই একটি আবেদন ফি ও বৃত্তির সময়সীমার আগে প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিতে হবে। 

আবেদন প্রক্রিয়া
উপসালা বিশ্ববিদ্যালয় গ্লোবাল বৃত্তিতে আবেদনের জন্য প্রথমে স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদন করতে হবে। ভর্তির জন্য আবেদন করার পর উপসালা বিশ্ববিদ্যালয়ের বৃত্তির জন্য একটি অনলাইন আবেদন ফরম জমা দিতে হবে। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় সব নথি জমা দেওয়া বাধ্যতামূলক। আবেদনের শেষ সময় ২২ জানুয়ারি ২০২৪, কেন্দ্রীয় ইউরোপিয়ান সময়মতো। 
বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে।

গ্রন্থনা: জুবায়ের আহম্মেদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আজ

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: চিকিৎসা নৃবিজ্ঞানে বাংলাদেশি মিথিলার পথচলা

কৃষক বাবার স্বপ্নপূরণে মেডিকেলে পড়ছেন উর্মি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৬)

জাপানের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত মেক্সট বৃত্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি