হোম > শিক্ষা

সুইডেনে উচ্চশিক্ষা: উপসালা বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

উচ্চশিক্ষার জন্য সুইডেন বেশ জনপ্রিয়। দেশটির উপসালা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের বৃত্তি দিয়ে থাকে। স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য উপসালা বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল বৃত্তি দেওয়া হয়। বাংলাদেশি শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। 

বৃত্তির সুযোগ-সুবিধা

  • টিউশন ফি পাবেন।
  • এই বৃত্তিতে শিক্ষার্থীরা বাসস্থানের খরচ পাবেন।
  • শিক্ষার্থীরা ল্যাবের সব সুবিধা ও যন্ত্রপাতি পাবেন।

আবেদনের যোগ্যতা

  • উপসালা বিশ্ববিদ্যালয় গ্লোবাল বৃত্তিতে আবেদনের জন্য আবেদনকারীদের অবশ্যই ইউরোপীয় ইউনিয়ন বা সুইজারল্যান্ডের বাইরের কোনো দেশের নাগরিক হতে হবে।
  • স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদন করার জন্য স্নাতক ডিগ্রির প্রশংসাপত্র থাকা আবশ্যক। পাশাপাশি ভালো একাডেমিক ফলাফলসহ উচ্চশিক্ষায় আগ্রহ থাকতে হবে।
  • আবেদনকারীদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়সীমার আগে স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে।
  • আবেদনকারীদের অবশ্যই স্নাতকোত্তর প্রোগ্রামের মানদণ্ড অনুযায়ী আবেদন ফরম পূরণ করতে হবে।
  • আবেদনকারীদের অবশ্যই একটি আবেদন ফি ও বৃত্তির সময়সীমার আগে প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিতে হবে। 

আবেদন প্রক্রিয়া
উপসালা বিশ্ববিদ্যালয় গ্লোবাল বৃত্তিতে আবেদনের জন্য প্রথমে স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদন করতে হবে। ভর্তির জন্য আবেদন করার পর উপসালা বিশ্ববিদ্যালয়ের বৃত্তির জন্য একটি অনলাইন আবেদন ফরম জমা দিতে হবে। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় সব নথি জমা দেওয়া বাধ্যতামূলক। আবেদনের শেষ সময় ২২ জানুয়ারি ২০২৪, কেন্দ্রীয় ইউরোপিয়ান সময়মতো। 
বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে।

গ্রন্থনা: জুবায়ের আহম্মেদ

মালয়েশিয়ার উচ্চশিক্ষা সম্মেলনে ড্যাফোডিলের মো. সবুর খান

২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, সূচি প্রকাশ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

নিজেকে বদলানোর জাদুর কাঠি

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টাফ বাসে শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ