হোম > শিক্ষা

সুইডেনে উচ্চশিক্ষা: উপসালা বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

উচ্চশিক্ষার জন্য সুইডেন বেশ জনপ্রিয়। দেশটির উপসালা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের বৃত্তি দিয়ে থাকে। স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য উপসালা বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল বৃত্তি দেওয়া হয়। বাংলাদেশি শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। 

বৃত্তির সুযোগ-সুবিধা

  • টিউশন ফি পাবেন।
  • এই বৃত্তিতে শিক্ষার্থীরা বাসস্থানের খরচ পাবেন।
  • শিক্ষার্থীরা ল্যাবের সব সুবিধা ও যন্ত্রপাতি পাবেন।

আবেদনের যোগ্যতা

  • উপসালা বিশ্ববিদ্যালয় গ্লোবাল বৃত্তিতে আবেদনের জন্য আবেদনকারীদের অবশ্যই ইউরোপীয় ইউনিয়ন বা সুইজারল্যান্ডের বাইরের কোনো দেশের নাগরিক হতে হবে।
  • স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদন করার জন্য স্নাতক ডিগ্রির প্রশংসাপত্র থাকা আবশ্যক। পাশাপাশি ভালো একাডেমিক ফলাফলসহ উচ্চশিক্ষায় আগ্রহ থাকতে হবে।
  • আবেদনকারীদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়সীমার আগে স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে।
  • আবেদনকারীদের অবশ্যই স্নাতকোত্তর প্রোগ্রামের মানদণ্ড অনুযায়ী আবেদন ফরম পূরণ করতে হবে।
  • আবেদনকারীদের অবশ্যই একটি আবেদন ফি ও বৃত্তির সময়সীমার আগে প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিতে হবে। 

আবেদন প্রক্রিয়া
উপসালা বিশ্ববিদ্যালয় গ্লোবাল বৃত্তিতে আবেদনের জন্য প্রথমে স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদন করতে হবে। ভর্তির জন্য আবেদন করার পর উপসালা বিশ্ববিদ্যালয়ের বৃত্তির জন্য একটি অনলাইন আবেদন ফরম জমা দিতে হবে। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় সব নথি জমা দেওয়া বাধ্যতামূলক। আবেদনের শেষ সময় ২২ জানুয়ারি ২০২৪, কেন্দ্রীয় ইউরোপিয়ান সময়মতো। 
বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে।

গ্রন্থনা: জুবায়ের আহম্মেদ

কৃষি গুচ্ছের ভর্তি আবেদনের সময় বাড়ল

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল

গ্রিন ইউনিভার্সিটিতে আইইইই এসটিআই ৫.০ আন্তর্জাতিক সম্মেলন

ব্যাংকে ব্যবহৃত ১০টি ইংরেজি বাক্য (পর্ব-৪)

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-১)

বেইজিং নরমাল ইউনিভার্সিটিতে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি