হোম > শিক্ষা

১৫ জিলা স্কুলের প্রাক্তনদের প্রথম মিলনমেলা

শিক্ষা ডেস্ক

ক্লাব জিলা স্কুল বিডি লিমিটেডের প্রথম মিলনমেলা

রাজধানীর অভিজাত গুলশান ক্লাবে গতকাল শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ক্লাব জিলা স্কুল বিডি লিমিটেডের প্রথম মিলনমেলা ও ঈদ পুনর্মিলনী ২০২৫। ‘ফার্স্ট মেম্বার নাইট অ্যান্ড ঈদ রিইউনিয়ন ২০২৫’ শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন সরকারি জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন। মিলনমেলা থেকে ঐক্য ও সম্প্রীতির আহ্বান জানানো হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও স্থপতি মাসুদুর রহমান খান। তিনি তাঁর বক্তব্যে ক্লাব গঠনে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ভবিষ্যতে এই ক্লাবকে দেশের অন্যতম বৃহৎ প্রাক্তন ছাত্রসংগঠনে পরিণত করার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।

সঞ্চালনার দায়িত্বে ছিলেন স্থপতি সুনিলা ইসলাম ও সম্মানিত সদস্য মোহাম্মদ শরীফুল ইসলাম, যাঁরা গোটা অনুষ্ঠানকে পরিণত করেন এক প্রাণবন্ত মিলনমেলায়।

ক্লাব জিলা স্কুল বিডি লিমিটেডের প্রথম মিলনমেলা

অনুষ্ঠানে বক্তব্য দেন ক্লাবের সিনিয়র সদস্যরা। তাঁদের কণ্ঠে উঠে আসে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব। তাঁরা ক্লাবের মাধ্যমে সমাজের জন্য ইতিবাচক পরিবর্তন আনার কথা বলেন এবং আগামী দিনে আরও বড় পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

ক্লাব জিলা স্কুল বিডি লিমিটেডের প্রথম মিলনমেলা

অনুষ্ঠানে আরও ছিলেন ক্লাব জিলা স্কুল বিডি লিমিটেডের প্রতিষ্ঠাকালীন পরিচালকবৃন্দ: মোহাম্মদ রাজিবুল ইসলাম, মোহাম্মদ জাকির হোসেন, মো. মোয়াজ্জেম হোসেন, মো. ওমর ফারুক, মো. মনোয়ার সিকদার, বি এম জাহিদ হোসেন মারুফ, অজিত কুমার সাহা, মাতুজ আলী কাদেরী, মেহেদী হাসান তমাল, মুহাম্মদ আরিফুর রহমান, মু. দিদারুল ইসলাম ভূঁইয়া, মো. পারভেজ রানা, মোহাম্মদ হাবীব রশীদ ও মো. শামসুর রহমান ভূঁইয়া।

সারা দেশ থেকে আসা ১৫টি সরকারি জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণের উৎসব। প্রাণবন্ত গল্প-আড্ডা, স্মৃতিচারণ ও দীর্ঘদিন পরে প্রিয় বন্ধুদের আলিঙ্গন যেন মুগ্ধতা ছড়িয়ে দেয় পুরো মিলনায়তনে।

অনুষ্ঠানের শেষ ভাগে আয়োজিত হয় র‌্যাফেল ড্র ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা, যা মিলনমেলাকে আরও আনন্দঘন ও স্মরণীয় করে তোলে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আজ

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: চিকিৎসা নৃবিজ্ঞানে বাংলাদেশি মিথিলার পথচলা

কৃষক বাবার স্বপ্নপূরণে মেডিকেলে পড়ছেন উর্মি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৬)

জাপানের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত মেক্সট বৃত্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি