হোম > শিক্ষা

মেডিকেল কলেজে ভর্তি তথ্য

মেডিকেল ভর্তি পরীক্ষায় মোট ১০০ প্রশ্নের উত্তর দিতে হয়। উত্তর দিতে গিয়ে কোনোটা সহজ, আবার কোনোটা একটু কঠিন লাগতে পারে। সে ক্ষেত্রে যে প্রশ্নগুলো সহজ, সেগুলোর উত্তর আগে দিতে হবে। এতে জটিল প্রশ্ন নিয়ে ভাবনাচিন্তার সময়টা পাওয়া যাবে। মেডিকেলের ভর্তি তথ্য নিয়ে তথ্য দিয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থী রহিমা ঐশী।

মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো করতে হলে ইংরেজি আর সাধারণ জ্ঞানকে গুরুত্ব দিতে হবে। কারণ, জুওলজি-বোটানি এবং ফিজিকস-কেমিস্ট্রি বিষয়ে সবার প্রস্তুতি ভালো থাকে। ফলে মোটামুটি সেসব বিষয়ে সবাই ভালো পরীক্ষা দেয় এবং নম্বরও ভালো পায়। কিন্তু ব্যবধান গড়ে দেয় ইংরেজি ও সাধারণ জ্ঞান। আগের ভর্তি পরীক্ষার সব প্রশ্ন দেখে সে অনুযায়ী ভালোভাবে প্রস্তুতি নিয়ে গেলে সাধারণ জ্ঞান অংশে পূর্ণ নম্বর তুলে ফেলা সহজ। আর তা করতে পারলে আপনার সঙ্গে বাকি সবার পার্থক্য হবে অনেক। সরকারি মেডিকেল কলেজ ও আসনসংখ্যা দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজের আসনসংখ্যা ৫ হাজার ৩৮০। এ ছাড়া বেসরকারি মেডিকেলের জন্য আসন রয়েছে ৬ হাজার ৩৪৮টি। আর্মি মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য আছে ৩৭৫টি আসন। 

আবেদনের যোগ্যতা
চলতি বছরের ভর্তি বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি। গত বছরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, এসএসসি ও এইচএসসি এবং সমমান—উভয় পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞানসহ উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। উভয় পরীক্ষা মিলিয়ে জিপিএ থাকতে হবে ৯.০০। বিশেষ কোটার জন্য জিপিএ প্রয়োজন হবে ৮.০০। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ-৩.৫০-এর কম হলে আবেদন করা যাবে না। এইচএসসি বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ-৩.৫০ থাকতে হবে।

আবেদন ও পরীক্ষার তারিখ
উচ্চমাধ্যমিক পাসের পর মেডিকেলে পড়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখেন অনেক শিক্ষার্থী। এবার দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ ফেব্রুয়ারি। এ ছাড়া সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিডিএস ভর্তি পরীক্ষা ১ মার্চ আয়োজনের সম্ভাবনা রয়েছে। এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষার জন্য বিদেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন আগামী ৪ জানুয়ারি থেকে। দেশি শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ১০ জানুয়ারি থেকে। ২৩ জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন। ভর্তির জন্য ফি জমা নেওয়া হবে ২৪ জানুয়ারি থেকে। রোল বা আসন বরাদ্দ করা হবে ২৬ জানুয়ারি থেকে। পরীক্ষার প্রবেশপত্র বিতরণ করা হবে ৫ জানুয়ারি। এমবিবিএস ভর্তিবিষয়ক ওয়েবসাইট: dghs.teletalk.com.bd

অনুলিখন: মুসাররাত আবির

‎জকসু নির্বাচনে প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের ৪ দফা দাবি

খালেদা জিয়ার মৃত্যু: জকসু নির্বাচন পিছিয়ে ৬ জানুয়ারি

খালেদা জিয়ার মৃত্যু: বুধবারের বৃত্তি পরীক্ষা স্থগিত, হবে ৫ জানুয়ারি

‎জকসু নির্বাচন স্থগিত, ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক ঘোষণা

জকসু নির্বাচন স্থগিতে দোটানায় শিক্ষার্থীরা

‎জকসু নির্বাচন স্থগিত, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিনা মূল্যের বই: মাধ্যমিকের পাঠ্যবইয়ে ফের বদল, সব বই ছাপা শেষ হয়নি

জকসু নির্বাচন: ‎ছাত্রনেতাদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দিল কমিশন

‎জকসু নির্বাচন: ৬টি মেশিনে ভোট গণনা, ফলাফল দেখা যাবে লাইভে