হোম > শিক্ষা

বুয়েটে অনলাইন ক্লাস শুরু, খোলা থাকছে হল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) সশরীরে ক্লাস বন্ধ রেখে পূর্বঘোষণা অনুযায়ী আজ শনিবার অনলাইন ক্লাস শুরু হয়েছে। 

এর আগে দেশে করোনার প্রকোপ বাড়ায় প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সশরীরে ক্লাস বন্ধের ঘোষণা দেয়। এরপর সশরীরে ক্লাস বন্ধ করে বুয়েট। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বেশির ভাগ বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যবিধি মেনে সশরীরে ক্লাস-পরীক্ষা চালু রেখেছে।

এর আগে গত ১২ জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে সশরীরে ক্লাস বন্ধের ঘোষণা জানায় বুয়েট। বুয়েটের রেজিস্ট্রার মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একাডেমিক কাউন্সিলের ৪৭৪তম অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে জুলাই-২০২১ টার্মের সব লেভেল বা টার্মের শিক্ষার্থীদের থিওরি ক্লাস, ক্লাস টেস্ট ও ল্যাবরেটরি ক্লাস আগামী ১৫ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান বলেন, ‘একাডেমিক কাউন্সিলে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে অনলাইন ক্লাস চালু হয়েছে। সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত হল খোলা থাকবে। প্রতি হলে কিছু শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে এমন খবর পেয়েছি। যদি এর সংখ্যা বাড়তে থাকে, তখন পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।’

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে চলছে ‘অ্যাডমিশন ফেয়ার স্প্রিং ২০২৬’

মন বসছে না পড়ার টেবিলে? জেনে নাও কারণ

উপসালা বিশ্ববিদ্যালয় বৃত্তি

মহাকাশে চীনা অভিযাত্রীদের সাম্প্রতিক গবেষণা

মালয়েশিয়ার উচ্চশিক্ষা সম্মেলনে ড্যাফোডিলের মো. সবুর খান

২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, সূচি প্রকাশ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

নিজেকে বদলানোর জাদুর কাঠি