হোম > শিক্ষা

চীনে সম্পূর্ণ অর্থায়িত সিএসসি বৃত্তি

শিক্ষা ডেস্ক

হেনান বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষায় নতুন এক গন্তব্য চীন। দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে সহজে ভর্তি, আকর্ষণীয় বৃত্তি এবং শিক্ষা শেষে চাকরির সুযোগ—এসব কারণে বাংলাদেশি অনেক শিক্ষার্থীর উচ্চশিক্ষা গ্রহণে প্রধান কেন্দ্র হয়ে উঠছে। জার্মানিভিত্তিক এক অনলাইন জরিপে উঠে এসেছে, চীনে যত বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন, তার মধ্যে বাংলাদেশের অবস্থান ১২তম।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে হেনান বিশ্ববিদ্যালয়ে দেশটির সরকারি বৃত্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। চীন সরকারের সম্পূর্ণ অর্থায়িত এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা হেনান বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও পিএইচডি অর্জনের সুযোগ পাবেন।

সুযোগ-সুবিধা

চীনের হেনান ইউনিভার্সিটি সিএসসি সারা বিশ্বের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যের একটি বৃত্তি। এ বৃত্তির আওতায় সম্পূর্ণ টিউশন ফি দেওয়া হবে। ক্যাম্পাসে বিনা মূল্যে ডাবল কক্ষের আবাসন সুবিধা দেওয়া হবে। থাকছে জীবনযাপন ভাতা ও চিকিৎসা বিমার সুযোগ। এ ছাড়া মাসিক উপবৃত্তি হিসেবে মাস্টার্সের জন্য ৩ হাজার ও পিএইচডির জন্য সাড়ে ৩ হাজার ইউয়ান দেওয়া হবে।

আবেদনের প্রয়োজনীয় তথ্য

চীনের সরকারি বৃত্তির আবেদন ফরম, পাসপোর্ট, একাডেমিক সার্টিফিকেট (নোটারি করা)। দুটি সুপারিশপত্র, শারীরিক পরীক্ষার ফরমের একটি অনুলিপি এবং চীনা বা ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণপত্র।

আবেদনের যোগ্যতা

চীনের নাগরিক হওয়া যাবে না। অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। মাস্টার্স ডিগ্রির জন্য আবেদনকারীদের অবশ্যই ব্যাচেলর ডিগ্রির সার্টিফিকেট থাকতে হবে। প্রার্থীর বয়স ৩৫ বছরের কম হতে হবে। এ ছাড়া পিএইচডির জন্য যাঁরা আবেদন করবেন, তাঁদের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এসব প্রার্থীর বয়স ৪০ বছরের কম হতে হবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা চীন সরকারের সম্পূর্ণ অর্থায়িত সিএসসি বৃত্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এলিংকে গিয়ে বৃত্তিটি সম্পর্কে বিস্তারিত দেখতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫।

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা: ইংরেজি বিষয়ে পূর্ণাঙ্গ সাজেশন (পর্ব-২)

ইতালিতে ক্যামেরিনো বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

জকসু ছাত্রদলের প্রার্থী অর্ঘ্য মাদকাসক্ত নন, ওষুধের কারণে ডোপ টেস্ট পজিটিভ: চিকিৎসক

জকসু নির্বাচন: ৪২ জন প্রার্থীর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

কৃষি গুচ্ছের ভর্তি আবেদনের সময় বাড়ল

মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর আকাঙ্ক্ষা ধারণ করেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে: জবি উপাচার্য

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিজয় দিবসের ভাবনা

দিনে রাজমিস্ত্রির কাজ রাতে পড়াশোনা

২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল