একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে ট্রান্সফার সার্টিফিকেট (ইটিসি) এবং বোর্ড পরিবর্তনের ছাড়পত্রের আবেদন (বিটিসি) শুরু হবে ১৭ নভেম্বর। এই কার্যক্রম চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত।
আজ মঙ্গলবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনের মধ্যমে ইটিসি এবং বোর্ড পরিবর্তন (বিটিসি) কার্যক্রম আগামী ১৭ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। এই দুই কার্যক্রমে ফি নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা।
আরও বলা হয়, অনলাইন কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডে যোগাযোগের কোনো প্রয়োজন নেই।