ঢাকা: অস্ট্রেলিয়াতে বিদেশি শিক্ষার্থীরা এখন আগের তুলনায় বেশি কাজ করতে পারবেন। এ জন্য একটি নতুন আইন তৈরি হতে যাচ্ছে। এর আগে দেশটিতে একজন বিদেশি শিক্ষার্থী এক পাক্ষিকে (দুই সপ্তাহ) সর্বোচ্চ ৪০ ঘণ্টা কাজ করতে পারতেন। তবে করোনাভাইরাস মহামারির কারণে সংকটে ক্ষয়ক্ষতির বিবেচনায় সীমিত কর্মঘণ্টার শর্ত তুলে নেওয়া হচ্ছে।
চলতি সপ্তাহের ফেডারেল বাজেট পরিকল্পনায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে বলে নিশ্চিত করেছেন দেশটির অভিবাসনমন্ত্রী অ্যালেক্স হাক। এ ছাড়া অস্থায়ী ভিসাধারীরা বিশেষ সাব ক্লাস ৪০৮ কোভিড-১৯ প্যানডেমিক ইভেন্ট ভিসা গ্রহণ করে বাড়তি এক বছর অস্ট্রেলিয়ায় অবস্থান করতে পারবেন।
প্রায় ৩ লাখেরও বেশি বিদেশি শিক্ষার্থীর ওপর এ কর্মঘণ্টার সীমাবদ্ধতা আইন জারি রয়েছে। তবে কর্মঘণ্টার সীমাবদ্ধতা সবার জন্য তুলে নেওয়া হবে না। শুধু পর্যটন খাতে যাঁরা চাকরি করছেন, তাঁদের জন্য এ আইন কার্যকর হবে। যেমন রেস্তোরাঁ বা হোটেলের যেকোনো পদে চাকরি করলেই কেবল পাওয়া যাবে ৪০ ঘণ্টার চেয়ে বেশি সময় কাজের সুবিধা। তবে ৪০ ঘণ্টার বেশি কতক্ষণ কাজ করতে পারবেন, তা এখনো নিশ্চিত করেনি অভিবাসন মন্ত্রণালয়।