হোম > শিক্ষা

নিউজিল্যান্ডের ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ

বিশ্বের শান্তিপূর্ণ দেশের তালিকায় প্রথম সারিতেই রয়েছে নিউজিল্যান্ড। বিদেশি শিক্ষার্থীদের কাছে নিউজিল্যান্ড এক স্বপ্নের জায়গা। এবার দেশটির ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ এসেছে। নিউজিল্যান্ডের ওয়াইকাটো বিশ্ববিদ্যালয় স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর, ২০২২। 

‘ইউনিভার্সিটি অব ওয়াইকাটো ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপ’-এর আওতায় শিক্ষার্থীদের ২০ হাজার নিউজিল্যান্ড ডলার প্রদান করা হবে, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১১ লাখ টাকা। মেধার ভিত্তিতে এই স্কলারশিপ প্রদান করা হবে। আবেদনকারীকে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে এবং প্রথম বছরের ফি প্রদান করতে হবে। 

শিক্ষার্থীরা কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, কম্পিউটিং ও গাণিতিক বিজ্ঞান স্কুল, স্কুল অব হেলথ, আইন অনুষদ, বিজ্ঞান অনুষদ, স্কুল অব ইঞ্জিনিয়ারিং ও ওয়াইকাটো ম্যানেজমেন্ট স্কুল-এর বিভিন্ন বিষয় নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর করতে পারবেন। 

আগ্রহী শিক্ষার্থীকে স্নাতকের জন্য উচ্চমাধ্যমিকে ভালো ফলধারী এবং স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফলধারী হতে হবে। ইংরেজি ভাষার ওপর দক্ষতা থাকতে হবে। স্পনসর এর মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীরা স্কলারশিপের আওতাভুক্ত নয়। 

বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে। 

নতুন ভাষা আয়ত্ত করার ৮ কার্যকর ধাপ

জাপানে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত: শিক্ষা মন্ত্রণালয়

উপদেষ্টা পরিষদে উঠছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ

বাবা বেঁচে থাকলে স্বর্ণপদক দেখে কেঁদে ফেলতেন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

মাহিরের ভান্ডারে বিবিধ রতন

বিশ্ববিদ্যালয়ের আড্ডা সংস্কৃতি

চীনের হোহাই বিশ্ববিদ্যালয়ে সিএসসি বৃত্তি

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ