হোম > শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ২৮ জুলাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনা মহামারির কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম ২৮ জুলাই বিকেল ৪টা থেকে শুরু হচ্ছে। অনলাইনে এ কার্যক্রম চলবে ১৪ আগস্ট রাত ১২টা পর্যন্ত।

আজ রোববার জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে। একই সঙ্গে ভর্তির নির্দেশিকাও প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্নাতক প্রথম বর্ষে ভর্তি-ইচ্ছুক প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করে ১৬ আগস্টের মধ্যে প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করতে হবে। ভর্তির সব কার্যক্রম শেষ হওয়ার পর আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে ক্লাস শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ভর্তির কার্যক্রম প্রার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে মেধাতালিকা প্রণয়ন করা হবে। এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions)। 

এর আগে ৮ জুন থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষ ও ২৩ জুন থেকে প্রথম বর্ষ স্নাতক প্রফেশনাল শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। কিন্তু দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে পরিস্থিতির অবনতি হওয়ায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। ফলে ৭ জুন বিকেলে ভর্তির আবেদন কার্যক্রম স্থগিত করে বিশ্ববিদ্যালয়টি।

মালয়েশিয়ার উচ্চশিক্ষা সম্মেলনে ড্যাফোডিলের মো. সবুর খান

২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, সূচি প্রকাশ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

নিজেকে বদলানোর জাদুর কাঠি

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টাফ বাসে শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ