হোম > শিক্ষা

নিখরচায় ঘরে বসেই নিন জিআরই প্রস্তুতি

স্নাতকের পর অনেকেরই ইচ্ছা থাকে দেশের বাইরে উচ্চশিক্ষা গ্রহণ করার। বাইরের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার জন্য নানান ধাপ পার হতে হয়। তেমনই একটি পরীক্ষার নাম হলো জিআরই। এর পূর্ণ রূপ হলো Graduate Record Examination। কম্পিউটার-বেজড ও পেপার ডেলিভার্ড পদ্ধতিতে এই পরীক্ষা হয়ে থাকে। পরীক্ষার বিষয়গুলো হচ্ছে—অ্যানালিটিক্যাল রাইটিং, ভারবাল রিজনিং ও কোয়ান্টিটেটিভ রিজনিং। জিআরইতে ভালো স্কোর আপনার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বাড়িয়ে দেয়। এই পরীক্ষার প্রস্তুতি কোথায় নেওয়া যায়, এর সমাধান পেয়ে যাবেন এই লেখায়। 

অনলাইন জিআরই স্ট্র‍্যাটেজি সেশন
আপনি যদি বুঝতে না পারেন কীভাবে জিআরই-এর প্রস্তুতি নেবেন, তাহলে এই সাইটে একটু ঢু মেরে আসতে পারেন। এখানে আরও আছে অনলাইন জিআরই স্ট্র‍্যাটেজি সেশন, যেখানে আপনাকে জিআরই সম্পর্কে বিশদভাবে জানানো হবে। এর মধ্যে রয়েছে কীভাবে পরীক্ষার হলে সময় ব্যবস্থাপনা করা যায়, কঠিন প্রশ্নগুলো সমাধানের উপায়, আত্মবিশ্বাস বাড়ানোর উপায়, প্রশ্নের ধরন ইত্যাদি। 

জিআরই স্টাডি গাইড
জিআরই-এর প্রস্তুতি নেওয়া শুরু করতে চাইলে এই ওয়েবসাইট থেকে শুরু করতে পারেন। এখানে প্রতিটি ধাপের জন্য আলাদা গাইডলাইন রয়েছে এবং স্কোরিং সিস্টেম নিয়েও বিস্তারিত তথ্য দেওয়া আছে। আপনি আপনার পছন্দমতো স্ট্র‍্যাটেজি ও টিপস অনুসরণ করতে পারবেন। 
ওয়েবসাইট

পাওয়ারপ্রেপ ২ 
এই সফটওয়্যারে অনলাইন প্র‍্যাকটিস টেস্ট দিতে পারবেন। এ ছাড়া ক্যালকুলেটর ব্যবহারের নিয়ম, প্রশ্ন সমাধানের কৌশল, প্রশ্নপত্রের ধরন, স্কোরিংয়ের ধারণা, সময় ব্যবস্থাপনা, সময় বাড়ানোর নিয়ম ইত্যাদি জানতে পারবেন। প্রতিটি ধাপের বিস্তারিত বর্ণনা পাবেন এই সফটওয়্যারে। 
ওয়েবসাইট

প্র‍্যাকটিস বুক ফর দ্য পেপার-বেজড জিআরই এক্সাম
এখানে পেয়ে যাবেন পূর্ণ প্রশ্নপত্র, পরীক্ষা দেওয়ার কৌশল, ভারবাল রিজনিং ও কোয়ান্টিটিভ রিজনিংয়ের মক টেস্ট ও সমাধান, অ্যানালিটিক্যাল রাইটিংয়ের টপিক, অ্যানালিটিক্যাল রাইটিং রেসপন্স, স্কোরিং সিস্টেম ইত্যাদি সম্পর্কে নানান তথ্য। 

ইটিএস এসে টপিক পুলস
এখানে অ্যানালিটিক্যাল রাইটিং সেকশনের আরগুমেন্ট টপিকগুলো পেয়ে যাবেন। এতে প্রস্তুতি নেওয়া সহজ হয়ে যাবে। এই বিষয়গুলো এখনই অনুশীলন করা শুরু করে দিন। কারণ, মূল পরীক্ষায় এসব জায়গা থেকেই প্রশ্ন এসে থাকে। 
ওয়েবসাইট

ম্যাগুশ জিআরই ভোকাবুলারি ফ্ল্যাশ কার্ড
এখানে জিআরই-এর প্রস্তুতির জন্য এক হাজারটিরও বেশি গুরুত্বপূর্ণ শব্দ পেয়ে যাবেন। এর অ্যাপ ও ডেস্কটপ ভার্সন দুটিই আছে। ভারবাল স্কোর বাড়ানোর পাশাপাশি কঠিন শব্দ সহজভাবে মনে রাখার উপায়ও এখান থেকে শিখতে পারবেন। 
ওয়েবসাইট

ম্যানহাটন রিভিউ জিআরই ডায়াগনস্টিক টেস্ট
জিআরই-এর প্রস্তুতি নেওয়ার জন্য একই শর্ত ও সময় ব্যবস্থাপনা অনুযায়ী মক টেস্ট দেওয়াটা জরুরি। এই ওয়েবসাইটে আপনি জিআরই স্ট্যান্ডার্ড প্র‍্যাকটিস টেস্ট পেয়ে যাবেন। পরীক্ষা শেষে জানতে পারবেন ঠিক কোন কোন জায়গায় আপনাকে আরও বেশি জোর দিতে হবে। ফ্রি প্র‍্যাকটিস প্রশ্নের পাশাপাশি ভারবাল সেকশনের জন্য ফ্রি ফ্ল্যাশ কার্ডও এখানে পাবেন। 
ওয়েবসাইট

ম্যানহাটন প্রেপস জিআরই প্র‍্যাকটিস টেস্ট
এই ওয়েবসাইটে ভালো মানের জিআরই প্র‍্যাকটিস টেস্ট দিতে পারবেন। পরীক্ষা শেষে প্রতিটি প্রশ্নের উত্তরের বিস্তারিত তথ্য চলে আসবে। এটা জিআরই-এর জেনারেল টেস্টের জন্য তৈরি করা। এই ওয়েবসাইটে পরীক্ষা দেওয়ার সুবিধা হলো, আপনি একদম মূল পরীক্ষার অভিজ্ঞতা অর্জন করবেন। এই পরীক্ষাগুলোর জন্য সময় পাবেন সাড়ে তিন ঘণ্টা। 
ওয়েবসাইট

কুইজলেট ফ্ল্যাশ কার্ড
জিআরই-এর ভারবাল সেকশনের প্রস্তুতির জন্য ফ্ল্যাশ কার্ড পেয়ে যাবেন এখানে। 
ওয়েবসাইট

কাপলান জিআরই প্র‍্যাকটিস টেস্ট 
এটাও ম্যানহাটন প্রেপস ওয়েবসাইটের মতো। তবে এখানকার মক টেস্টের প্রশ্নের ধরন একটু কঠিন। তাই এসব পরীক্ষায় স্কোর কম এলে হতাশ হওয়ার কিছু নেই। এগুলো আপনাকে মূল পরীক্ষার জন্য মানসিকভাবে প্রস্তুত করে দেয়। 
ওয়েবসাইট

ম্যাকগ্রিউ-হিল জিআরই প্র‍্যাকটিস টেস্ট
এখানে বিনা মূল্যে মক টেস্ট দিতে পারবেন। আর উত্তরমালায় মিলবে প্রতিটি প্রশ্নের সূক্ষ্ম বর্ণনা। আরও থাকছে সমস্যা সমাধানের ভিডিও ও প্রস্তুতির রিসোর্স। 

খান একাডেমি
এখানে জিআরই-এর জন্য আলাদা কোনো সেকশন নেই, তবে বিষয়ভিত্তিক প্রস্তুতির রিসোর্স পাবেন। টপিক ধরে খুঁজলেই প্রয়োজনীয় ভিডিওগুলো এখানে পাওয়া যাবে। ওয়েবসাইট

জিআরই টিউটর
অন্যান্য ওয়েবসাইটের মতো এখানেও প্র‍্যাকটিস টেস্ট দিতে পারবেন, পরীক্ষার স্ট্র‍্যাটেজি, রুটিন ইত্যাদি জানতে পারবেন। 
ওয়েবসাইট

কিউএসলিপ
ফ্রি প্র‍্যাকটিস মডেল টেস্টের পাশাপাশি এখানে আছে প্রশ্ন সমাধানের ভিডিও ও স্লাইড। 
ওয়েবসাইট

গ্রন্থনা: মুসাররাত আবির

‎সুষ্ঠু ভোট নিশ্চিতে জকসু ও হল সংসদ নির্বাচনে বিশেষ নির্দেশনা

আইইএলটিএস পরীক্ষায় কেন পিছিয়ে শিক্ষার্থীরা

মার্টিন লুথার কিং সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর

আমিরাতে খলিফা বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রস্তুতি

জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৪০ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা কাল

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‘প্রশ্ন ফাঁসের’ অভিযোগ ওঠার পর প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রচারণা শেষ হওয়ার আগে জকসু বামপন্থী প্যানেলের ৪০ হাজার লিফলেট চুরি