তাৎপর্যপূর্ণ গবেষণার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক শফিক-উর রহমান কমনওয়েলথ রিসার্চ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ড অর্জন করেছেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি-সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
জাবি শিক্ষক সমিতি এই গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড অর্জনের জন্য অধ্যাপক শফিক-উর-রহমানকে আন্তরিক অভিনন্দন জানায়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, গবেষণাকর্মের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ কমনওয়েলথ রিসার্চ ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক শফিক-উর রহমান। ‘পাবলিক বাইক শেয়ারিং স্কিমস (পিবিএসএস) : প্রসপেক্ট ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণা প্রবন্ধের জন্য তিনি এ বছর এ পুরস্কার লাভ করেন।
এর আগে অধ্যাপক শফিক রহমান ২০১৭ সালে কমনওয়েলথ ফেলো এবং ২০০৯ সালে কমনওয়েলথ স্কলার নির্বাচিত হয়েছিলেন।