রংপুর প্রতিনিধি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বহিরাঙ্গন কার্যক্রম দপ্তরের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাব্বীর আহমেদ চৌধুরী। বুধবার তিনি এই পদে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তাঁকে এই পদে নিয়োগ প্রদান করেন। নিয়োগপত্রের শর্তানুযায়ী ২৮ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।