করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) চলমান সেমিস্টার ফাইনাল ও রুটিন পরীক্ষাগুলো স্বাস্থ্যবিধি মেনে সশরীরে অনুষ্ঠিত হবে। এ ছাড়া খোলা থাকবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, জরুরি একাডেমিক কাউন্সিলে আজ শনিবার এই সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো কঠোর স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। আর সকল বিভাগের ক্লাস, মিডটার্ম, অনলাইনে চলবে। স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের ভর্তি কার্যক্রম ও দাপ্তরিক কার্যক্রমও চলবে।