হোম > শিক্ষা

বশেফমুবিপ্রবি ক্যাম্পাসে প্রথম ভর্তি পরীক্ষা কাল 

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে প্রতিষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) কার্যক্রম শুরু হয়েছে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে। তবে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল।

আগামীকাল রোববার (১৭ অক্টোবর) গুচ্ছ পদ্ধতির পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিতে ভর্তি পরীক্ষা শুরু হবে। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বিজ্ঞান বিভাগের (ক ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় অংশ নেবে ৭০০ জন শিক্ষার্থী। ২৪ অক্টোবর মানবিক বিভাগের (খ ইউনিট) ৭০০ জন এবং ১ নভেম্বর বাণিজ্য বিভাগের (গ ইউনিট) ৪২১ জন এ কেন্দ্রে পরীক্ষা দেওয়ার কথা রয়েছে। সব মিলে এ কেন্দ্রে সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ১ হাজার ৮২১ জনের পরীক্ষা হবে। 

এরই মধ্যে প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা নেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বঙ্গমাতা বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেন, ভর্তিচ্ছুদের ভোগান্তি কমাতে এ বছর ২০টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে এবারই প্রথম ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী-অভিভাবক, স্থানীয় প্রশাসন, এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কমিটির এই সদস্য। 

প্রস্তুতি সম্পন্ন হয়েছে উল্লেখ করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রে আসার আহ্বান জানান উপাচার্য। 

প্রসঙ্গত, গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০টি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হচ্ছে। পরীক্ষার কেন্দ্র নির্ধারিত হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফল, কেন্দ্র থেকে স্থায়ী ঠিকানার দূরত্বসহ কয়েকটি সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে। 

মালয়েশিয়ার উচ্চশিক্ষা সম্মেলনে ড্যাফোডিলের মো. সবুর খান

২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, সূচি প্রকাশ

দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটির ৩৫ বছরে পদার্পণ

ডিআইইউ পাঠকবন্ধুদের দায়িত্বশীল নেতৃত্ব গড়ার অঙ্গীকার

ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি

নিজেকে বদলানোর জাদুর কাঠি

জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন স্থগিত ছাত্রসমাজ মেনে নেবে না: ডাকসু ভিপি

জকসু প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টাফ বাসে শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ