হোম > শিক্ষা

দিনাজপুর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ বেড়ে দ্বিগুণ

দিনাজপুর প্রতিনিধি

এইচএসসি পরীক্ষার ফলাফলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের পাশের হার ৭৭ দশমিক ৫৬ ভাগ। বরাবরের মতো এবারও পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। তবে দিনাজপুর শিক্ষা বোর্ডে রংপুর বিভাগের ২০টি কলেজ থেকে একজন পরীক্ষার্থীও পাশ করেনি। 

আজ মঙ্গলবার বেলা ১১টায় এ ফলাফল ঘোষণা করেন দিনাজপুরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর স. ম. আবদুস সামাদ আজাদ। এ সময় সচিব, পরীক্ষা নিয়ন্ত্রকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ঘোষিত ফলাফলে দেখা গেছে, দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে মোট ৬৬৫টি কলেজের ২০৪টি কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ১২ হাজার ১১৫ শিক্ষার্থী। এদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত মোট শিক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার ২৯৫। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৬ হাজার ১৮৫ ও ছাত্রীর সংখ্যা ৮ হাজার ১১০। 

 ২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৪৫৯ শিক্ষার্থী। ওই বছর ছাত্রের পাশের হার ৭৩ দশমিক ৯৭ এবং ছাত্রীর পাশের হার ৮১ দশমিক ১ ভাগ। অর্থাৎ পাশের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা বরাবরের মতো এগিয়ে রয়েছে। দিনাজপুর বোর্ড থেকে এ বছর শতভাগ পাশ করেছে এমন কলেজের সংখ্যা ১৫টি এবং একজন শিক্ষার্থীও পাশ করেনি এমন কলেজের সংখ্যা ২০ টি।

‎জকসু নির্বাচনে প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের ৪ দফা দাবি

খালেদা জিয়ার মৃত্যু: জকসু নির্বাচন পিছিয়ে ৬ জানুয়ারি

খালেদা জিয়ার মৃত্যু: বুধবারের বৃত্তি পরীক্ষা স্থগিত, হবে ৫ জানুয়ারি

‎জকসু নির্বাচন স্থগিত, ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক ঘোষণা

জকসু নির্বাচন স্থগিতে দোটানায় শিক্ষার্থীরা

‎জকসু নির্বাচন স্থগিত, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিনা মূল্যের বই: মাধ্যমিকের পাঠ্যবইয়ে ফের বদল, সব বই ছাপা শেষ হয়নি

জকসু নির্বাচন: ‎ছাত্রনেতাদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দিল কমিশন

‎জকসু নির্বাচন: ৬টি মেশিনে ভোট গণনা, ফলাফল দেখা যাবে লাইভে