হোম > শিক্ষা

দিনাজপুর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ বেড়ে দ্বিগুণ

দিনাজপুর প্রতিনিধি

এইচএসসি পরীক্ষার ফলাফলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের পাশের হার ৭৭ দশমিক ৫৬ ভাগ। বরাবরের মতো এবারও পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। তবে দিনাজপুর শিক্ষা বোর্ডে রংপুর বিভাগের ২০টি কলেজ থেকে একজন পরীক্ষার্থীও পাশ করেনি। 

আজ মঙ্গলবার বেলা ১১টায় এ ফলাফল ঘোষণা করেন দিনাজপুরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর স. ম. আবদুস সামাদ আজাদ। এ সময় সচিব, পরীক্ষা নিয়ন্ত্রকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ঘোষিত ফলাফলে দেখা গেছে, দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে মোট ৬৬৫টি কলেজের ২০৪টি কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ১২ হাজার ১১৫ শিক্ষার্থী। এদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত মোট শিক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার ২৯৫। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৬ হাজার ১৮৫ ও ছাত্রীর সংখ্যা ৮ হাজার ১১০। 

 ২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৪৫৯ শিক্ষার্থী। ওই বছর ছাত্রের পাশের হার ৭৩ দশমিক ৯৭ এবং ছাত্রীর পাশের হার ৮১ দশমিক ১ ভাগ। অর্থাৎ পাশের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে মেয়েরা বরাবরের মতো এগিয়ে রয়েছে। দিনাজপুর বোর্ড থেকে এ বছর শতভাগ পাশ করেছে এমন কলেজের সংখ্যা ১৫টি এবং একজন শিক্ষার্থীও পাশ করেনি এমন কলেজের সংখ্যা ২০ টি।

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টাফ বাসে শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ

জাপানের এনইএফ শিক্ষাবৃত্তি পেলেন বাকৃবির ১২ শিক্ষার্থী

সম্পূর্ণ অর্থায়িত তুর্কিয়ে বুরসলারি বৃত্তি

জানুয়ারিতেই বিশেষ বৃত্তি পাচ্ছেন জবি শিক্ষার্থীরা

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: লিখিত পরীক্ষার ফল চলতি মাসেই

জবিতে ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ ‎

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ

নবীন শিক্ষার্থীদের বরণ করল ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ

সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর অপেক্ষায়