হোম > শিক্ষা

ক্যাডেট কলেজগুলোর ঈর্ষণীয় ফলাফল, জিপিএ-৫ পেয়েছে ৯৯.১৩% শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: আইএসপিআর

এ বছরের এসএসসি পরীক্ষায় দেশের ক্যাডেট কলেজগুলো তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। ১২টি ক্যাডেট কলেজ থেকে পরীক্ষা দেওয়া ৫৭৬ জন শিক্ষার্থীর মধ্যে ৫৭১ জনই জিপিএ-৫ পেয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাডেট কলেজগুলো থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া সব পরীক্ষার্থীই পাস করেছে। পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্তির হার ৯৯ দশমিক ১৩ শতাংশ। গত বছর এই হার ছিল ৯৯ দশমিক ৬৭ শতাংশ।

এতে বলা হয়, দেশের ক্যাডেট কলেজগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে এবং বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল ও সভাপতি, ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান। এই কলেজগুলো শুধু ভালো ফলাফলের জন্য নয়, বরং সুনাগরিক ও নেতৃত্বগুণসম্পন্ন চৌকস ক্যাডেট গড়ে তোলার জন্যও পরিচিত।

ক্যাডেট কলেজে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষা নয়, বরং চরিত্র গঠন, নেতৃত্ব বিকাশ ও সহশিক্ষা কার্যক্রমের ওপর সমান গুরুত্ব দেওয়া হয়। নিয়মিত ও নিয়ন্ত্রিত পরিবেশ, অভিজ্ঞ শিক্ষকদের নিবিড় পরিচর্যা, কঠোর অধ্যবসায় ও সুশৃঙ্খল জীবনধারাই এই অসাধারণ ফলাফলের ভিত্তি তৈরি করেছে।

ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সঠিক দিকনির্দেশনা, অধ্যক্ষ ও শিক্ষকদের একাগ্রতা, কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত ফল হিসেবেই এই সাফল্য এসেছে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুয়েট ভর্তি পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি

জাবির ‘বি’ ইউনিটে চান্স পেতে যা করতে হবে

মোনাশ ইউনিভার্সিটিতে সম্পূর্ণ অর্থায়িত গবেষণা বৃত্তি

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত

এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

বিইউবিটিতে চতুর্থবারের মতো ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’ আয়োজিত

জকসু নির্বাচন: তিন দিনেও প্রকাশ করা হয়নি ব্যালট নম্বর, প্রচারে নেমে বিপাকে প্রার্থীরা

জাবির ‘সি’ ইউনিটের শেষ মুহূর্তের প্রস্তুতি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৫)

বদলে যাচ্ছে আইইএলটিএস পরীক্ষার নিয়ম, নতুন পদ্ধতিতে যা থাকছে