হোম > শিক্ষা

রাবিতে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু ২৫ মে, চূড়ান্ত আবেদন ১৫ জুন

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরুর তারিখ আগামী ২৫ মে এবং চলবে আগামী ৯ জুন পর্যন্ত। প্রাথমিক আবেদন যাচাই-বাছাই শেষে ১৫ জুন থেকে চূড়ান্ত আবেদন শুরু হবে, চলবে ২৮ জুন পর্যন্ত। এ ছাড়া বোর্ড নির্ধারিত সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপকমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন। 

ডেপুটি রেজিস্ট্রার বলেন, ‘প্রাথমিক আবেদন যাচাই-বাছাই শেষে ১৫ জুন থেকে চূড়ান্ত আবেদন শুরু হবে। আবেদন চলবে ২৮ জুন পর্যন্ত। এবার তিনটি (এ, বি, সি) ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রতিটি ইউনিটে ৭২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেন। চারটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন ফি ইউনিট প্রতি ১১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।’ 

ডেপুটি রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন আরও বলেন, ‘মানবিকের শিক্ষার্থীদের আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে জিপিএ কমপক্ষে ৩.০০ পয়েন্টসহ দুটি মিলিয়ে ন্যূনতম ৭.০০ থাকতে হবে। ব্যবসায় শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পৃথকভাবে জিপিএ ৩.৫ সহ দুটি মিলিয়ে ন্যূনতম ৭.৫ থাকতে হবে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে পৃথকভাবে জিপিএ ৩.৫ সহ দুটি মিলিয়ে ন্যূনতম ৮.০০ থাকতে হবে। এ ছাড়া প্রাথমিকভাবে আগামী ২৪ থেকে ২৭ জুলাই পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। সেই সঙ্গে এবার দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে।’ 

নতুন ভাষা আয়ত্ত করার ৮ কার্যকর ধাপ

জাপানে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত: শিক্ষা মন্ত্রণালয়

উপদেষ্টা পরিষদে উঠছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ

বাবা বেঁচে থাকলে স্বর্ণপদক দেখে কেঁদে ফেলতেন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

মাহিরের ভান্ডারে বিবিধ রতন

বিশ্ববিদ্যালয়ের আড্ডা সংস্কৃতি

চীনের হোহাই বিশ্ববিদ্যালয়ে সিএসসি বৃত্তি

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ