হোম > শিক্ষা

হাঙ্গেরিতে উচ্চশিক্ষা: স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরি কাম স্কলারশিপ

মধ্য ইউরোপের প্রাণবন্ত সংস্কৃতির একটি দেশ হাঙ্গেরি। বৈচিত্র্যময় জীবনধারা এবং সৃজনশীল শিক্ষাব্যবস্থার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে হাঙ্গেরি বেশ সুপরিচিত। বর্তমানে বিশ্বের নানা প্রান্ত থেকে শিক্ষার্থীরা হাঙ্গেরিতে পাড়ি জমাচ্ছেন। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার পথ সহজ করতে প্রতিবছর হাঙ্গেরি সরকার দিচ্ছে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরি কাম স্কলারশিপ। 

হাঙ্গেরি সরকার ২০১৩ সাল থেকে ‘স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরি কাম স্কলারশিপ’ দিয়ে আসছে। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ২০১৯ সাল থেকে এই প্রোগ্রাম চালু করা হয়েছে। মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড অব হাঙ্গেরি এর আয়োজন করে থাকে। শিক্ষার্থীরা টিউশন ফি, মাসিক হাতখরচ, স্বাস্থ্যভাতাসহ নানান সুযোগ-সুবিধা লাভ করবেন। বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের আওতায় স্নাতক, স্নাতকোত্তরসহ নানা ডিগ্রিতে পড়তে পারবেন। 

প্রোগ্রাম সময়কাল

  • n    স্নাতক ২-৪ বছর
  • n    মাস্টার্স ১.৫-২ বছর
  • n    ডক্টরাল প্রোগ্রাম ৪ বছর
  • n    নন ডিগ্রি প্রোগ্রাম ১ বছর 

আবেদনের যোগ্যতা

  • যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন
  • আবেদনকারীর বয়স ১৮ বছর হতে হবে
  • স্নাতক প্রোগ্রামে আবেদন করার জন্য শিক্ষার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করতে হবে।
  • মাস্টার্সে আবেদন করার জন্য শিক্ষার্থীকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে
  • পিএইচডিতে আবেদন করার জন্য আবেদনকারীর ব্যাচেলরস ও মাস্টার্স সম্পন্ন থাকতে হবে। 

সুযোগ-সুবিধা

  • টিউশন ফি
  • স্নাতক ও মাস্টার্স ডিগ্রির জন্য মাসিক ৪৩ হাজার ৭০০ হাঙ্গেরিয়ান ফোরিন্ট (প্রায় ১২০ ইউরো) হাতখরচ
  • পিএইচডি ডিগ্রির জন্য প্রথমে ৪ সেমিস্টারে ১ লাখ ৪০ হাজার হাঙ্গেরিয়ান ফোরিন্ট (প্রায় ৩৯০ ইউরো) এবং পরবর্তী সময়ে ১ লাখ ৮০ হাজার হাঙ্গেরিয়ান ফোরিন্ট (প্রায় ৫০০ ইউরো) হাতখরচ দেওয়া হবে।
  • ফ্রি ডরমেটরির ব্যবস্থা। উল্লেখ্য, যদি কেউ ডরমেটরিতে না থাকতে চায়, অন্যত্র বাসস্থানের জন্য মাসিক ৪০ হাজার হাঙ্গেরিয়ান ফোরিন্ট দেওয়া হবে।
  • বার্ষিক ৬৫ হাজার হাঙ্গেরিয়ান ফরেন্ট মেডিকেল ইনস্যুরেন্স 

প্রয়োজনীয় কাগজপত্র

  •  অ্যাপ্লিকেশন ফরম
  • পাসপোর্ট, সিভি
  • জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র
  • মোটিভেশনাল লেটার
  • আগের সব একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট
  • দুটি রেকমেন্ডশন লেটার
  • মেডিকেল সার্টিফিকেট
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
  • যদি থাকে, এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিস সার্টিফিকেট
  • ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট

পার্টটাইম কাজের সুযোগ
হাঙ্গেরিতে আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে পড়াশোনার পাশাপাশি আপনি ২০ ঘণ্টা কাজ করার সুযোগ পাবেন। গড়ে একজন বিদেশি শিক্ষার্থী ঘণ্টায় ৬০০-৭০০ হাঙ্গেরিয়ান ফোরিন্ট আয় করতে পারেন। এতে করে সহজেই নিজের বাড়তি খরচ চুকিয়ে নিতে পারবেন। এ ছাড়া পড়াশোনা শেষে হাঙ্গেরির সরকার শিক্ষার্থীদের একটি নির্দিষ্ট সময় দিয়ে থাকে। সেই সময়ের 
মধ্যে যদি আপনি একটি ফুলটাইম জব নিতে পারেন, তাহলে স্টুডেন্ট ভিসাটি জব ভিসায় রূপান্তরিত করতে পারবেন। 

আবেদনের প্রক্রিয়া 
আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন ফরম পূরণ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বাংলাদেশের শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয় থেকে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। 

আবেদন শুরু: ১৫ নভেম্বর ২০২২
আবেদন শেষ: ১৫ জানুয়ারি ২০২৩
অফিশিয়াল ওয়েবসাইট

অনুবাদ: সাদিয়া আফরিন হীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আজ

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: চিকিৎসা নৃবিজ্ঞানে বাংলাদেশি মিথিলার পথচলা

কৃষক বাবার স্বপ্নপূরণে মেডিকেলে পড়ছেন উর্মি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৬)

জাপানের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত মেক্সট বৃত্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি