হোম > শিক্ষা > ক্যাম্পাস

গ্রিন ইউনিভার্সিটিতে ‘নেক্সট জেন বাংলাদেশ’ উৎসব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ বুধবার গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে দিনব্যাপী ‘নেক্সট জেন বাংলাদেশ: ইঞ্জিনিয়ারিং টুমরো’ শীর্ষক উৎসব অনুষ্ঠিত হয়েছে। ছবি: আজকের পত্রিকা

বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর লক্ষ্য নিয়ে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে দিনব্যাপী ‘নেক্সট জেন বাংলাদেশ: ইঞ্জিনিয়ারিং টুমরো’ শীর্ষক উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ এবং অ্যাডমিশন অফিসের যৌথ উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

কলেজপড়ুয়া খুদে বিজ্ঞানীদের নিয়ে আয়োজিত দিনব্যাপী এই উৎসবের মূল আকর্ষণ ছিল ‘প্রজেক্ট ফর নিউ বাংলাদেশ’ শীর্ষক প্রদর্শনী। এতে দেশের ৮টি কলেজের মোট ২৪টি দল অংশ নিয়ে তাদের উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ। প্রথম ও দ্বিতীয় রানারআপ হয় যথাক্রমে সরকারি বাঙলা কলেজ এবং ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ডেমরা। প্রজেক্ট শোকেজিং ছাড়া দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল ক্যারিয়ার টক, গেমিং কনটেস্ট, ক্যাম্পাস ভিজিটসহ নানা আয়োজন।

উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, প্রোমেকের সিওও ইঞ্জিনিয়ার জুয়েল দাস উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ইইই বিভাগের চেয়ারম্যান ড. মো. হাসান মারুফ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই প্রজন্মের তরুণদের মধ্যে যে মেধা ও উদ্ভাবনী ক্ষমতা রয়েছে, সেটি বের করে নিয়ে আসাই বর্তমান শতাব্দীর বড় চ্যালেঞ্জ। মূলত বিষয়টি মাথায় রেখেই দিনব্যাপী এই উৎসবের আয়োজন।

এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন। বিকেলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শেষ হয়।

সম্পূর্ণ অর্থায়িত তুর্কিয়ে বুরসলারি বৃত্তি

জানুয়ারিতেই বিশেষ বৃত্তি পাচ্ছেন জবি শিক্ষার্থীরা

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: লিখিত পরীক্ষার ফল চলতি মাসেই

জবিতে ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ ‎

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ

নবীন শিক্ষার্থীদের বরণ করল ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ

সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর অপেক্ষায়

বুয়েটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৭.৪৪ শতাংশ, ফল ৭ ফেব্রুয়ারি

স্নাতক ও স্নাতকোত্তরে স্বর্ণপদক জিতেছেন তারেক