২০২৪-২৫ শিক্ষাবর্ষে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৮০ জন ভর্তি-ইচ্ছুক। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন আনিকা মুন, তাঁর রোল নম্বর ০০৭২৯১। দ্বিতীয় স্থান অর্জন করেছেন হোসেইন শাহরিয়ার মাহি (রোল নম্বর: ০০৯২৩১) এবং তৃতীয় স্থান অধিকার করেছেন তাকিয়া তাসনিম (রোল নম্বর: ০০৮৫১৪)।
এর আগে, ৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ও বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির তথ্য অনুযায়ী, পরীক্ষায় উপস্থিতি ছিল ৮৬.৫ শতাংশ।