হোম > শিক্ষা

ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ পেলেন ইউজিসির ৪০ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় ইংরেজি ভাষায় সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ পেলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ৪০ কর্মকর্তা। আজ বুধবার ইউজিসি মিলনায়তনে চার দিনব্যাপী এ প্রশিক্ষণ শেষ হয়।

‘বিজনেস ইংলিশ কোর্স’ শীর্ষক চার দিনব্যাপী এই প্রশিক্ষণ শেষে ইউজিসির কর্মকর্তাদের মধ্যে সনদ বিতরণ করা হয়। গত ৩ এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কোর্সে কমিশনের বিভিন্ন পর্যায়ের ৪০ কর্মকর্তা অংশগ্রহণ করেন। 

সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসি সদস্য অধ্যাপক মো. আলমগীর বলেন, কমিশনের কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের প্রয়োজন। ইংলিশ কোর্স কমিশনের কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই প্রশিক্ষণের মাধ্যমে তাদের যোগাযোগ দক্ষতা, প্রতিবেদন লেখা, ই-মেইল পাঠানো ও উপস্থাপনা দক্ষতা বৃদ্ধি পাবে।

সভাপতির বক্তব্যে ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান বলেন, বিজনেস ইংলিশ কোর্সের মাধ্যমে উচ্চশিক্ষা বিষয়ে ইউজিসির কর্মকর্তারা দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সাথে সফলভাবে যোগাযোগ করতে পারবেন। তিনি আরও বলেন, ইউজিসি তরুণ কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে আরও আয়োজন করবে। বিজনেস ইংলিশ কোর্স আয়োজনে সহায়তা প্রদানের জন্য তিনি ব্রিটিশ কাউন্সিলকে ধন্যবাদ জানান। 

ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে ও কমিশনের আইসিসি শাখার সিনিয়র সহকারী সচিব মো. মামুনের সঞ্চালনায় সনদ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে কমিশনের ইনফরমেশন ম্যানেজমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড ট্রেনিং ডিভিশনের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া ও ব্রিটিশ কাউন্সিলের প্রশিক্ষক রাফায়েল আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আজ

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা: চিকিৎসা নৃবিজ্ঞানে বাংলাদেশি মিথিলার পথচলা

কৃষক বাবার স্বপ্নপূরণে মেডিকেলে পড়ছেন উর্মি

ব্যাংকে ব্যবহৃত ৮টি ইংরেজি বাক্য (পর্ব-৬)

জাপানের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত মেক্সট বৃত্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি