হোম > শিক্ষা

এইচএসসি সমমান মর্যাদা পেল ‘হেট’ কোর্স

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হায়ার এডুকেশন টেস্ট (হেট) সার্টিফিকেট কোর্সকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) সমমানের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত আদেশ থেকে এ তথ্য জানা গেছে। 

অফিস আদেশে বলা হয়েছে—জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সম্প্রতি তিন বছর মেয়াদি হেট কোর্সকে সার্টিফিকেট কোর্সের কারিকুলাম এইচএসসি সমতুল্য হিসেবে সম্মতি দিয়েছে। হেট কোর্সের সনদ অর্জনকারী শিক্ষার্থীরা তাদের আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত ফি দিয়ে ঢাকা শিক্ষা বোর্ড থেকে বিধি মোতাবেক সমতুল্য সনদ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। 

এ বিষয়ে এনসিটিবি সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মশিউজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত হেট কোর্সটি তিন বছর মেয়াদি এবং পুরো বিষয়টিই প্র্যাকটিক্যাল পড়াশোনা। এ কোর্সের কারিকুলামটি যাচাই-বাছাই করে আমরা কোর্সটিকে এইচএসসি সমমানের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ 

উল্লেখ্য, বিদেশি শিক্ষাক্রমে পরিচালিত ও এবং এ লেভেলের সনদের সঙ্গে জাতীয় শিক্ষাক্রমে পরিচালিত এসএসসি ও এইচএসসির সমমান করার দায়িত্ব পালন করে ঢাকা শিক্ষা বোর্ড। আর বিভিন্ন দেশের উচ্চ শিক্ষার সনদের সঙ্গে দেশীয় সনদের সমতাবিধান করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

জকসু নির্বাচন: কাল ভোট, নিরাপত্তা জোরদার

প্রতিষ্ঠার ১৫ বছর পর বুটেক্সে প্রথম সমাবর্তন

মধ্য জানুয়ারির আগেই শিক্ষার্থীদের হাতে শতভাগ বই পৌঁছাবে: শিক্ষা উপদেষ্টা

সমুদ্রের বাতাসে স্বাস্থ্যের বার্তা

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট

নতুন বছরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

জ্ঞান, নৈতিকতা এবং উৎকর্ষের ধারায় তিন দশকের গৌরবময় অগ্রযাত্রা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি

কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ে অর্থায়িত বৃত্তি

জকসুর প্রচারণা শেষ: সুষ্ঠু ও শঙ্কামুক্ত নির্বাচনের আশায় প্রার্থী ও শিক্ষার্থীরা