জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) চার হলে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক মাসুম হাওলাদার নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (ছাত্র) হল প্রভোস্ট। থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত শারমিন তানিয়া নবনির্মিত বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব (ছাত্রী) হল প্রভোস্ট। লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিভাগের সহকারী অধ্যাপক নূরে আলম অগ্নিবীণা (ছাত্র) হল প্রভোস্ট। ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহকারী অধ্যাপক সিরাজাম মনিরা দোলনচাঁপা (ছাত্রী) হলের প্রভোস্ট। চারটি হলের প্রভোস্ট পদে দুই বছরের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে।
নতুন নিয়োগপ্রাপ্ত প্রভোস্টরা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে সুবিধা পাবেন এবং প্রভোস্টরা যোগদানের তারিখ থেকে তা কার্যকর হবে।