হোম > শিক্ষা

লিকি ফাউন্ডেশন রিসার্চ গ্র্যান্টস বৃত্তির সুযোগ

শাহরিয়ার সিমন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের সান ফ্রানসিসকো শহরে অবস্থিত দ্য লিকি ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি প্রতিবছর লিকি ফাউন্ডেশন রিসার্চ গ্র্যান্টস প্রোগ্রামের অধীনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের জন্য বৃত্তির সুযোগ দেয়। সেই ধারাবাহিকতায় ২০২৪ সালেও শিক্ষার্থীদের বৃত্তি নিয়ে গবেষণাধর্মী বিষয়ে পড়াশোনার সুযোগ দিয়েছে দ্য লিকি ফাউন্ডেশন। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির অর্জনের জন্য আবেদন করতে পারবেন। অন্তর্ভুক্ত প্রোগ্রামগুলো হলো পিএইচডি ও পোস্ট ডক্টরাল।

এই বৃত্তির আওতায় গবেষণা বিশেষভাবে মানব বা হিউম্যান অরিজিন সম্পর্কিত বিষয়ে পিএইচডি বা পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জনের সুযোগ পাওয়া যাবে।

পড়াশোনার স্থান
এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা বিশ্বের যেকোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠানে পিএইচডি কিংবা পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জনের সুযোগ অর্জন করবেন।

বৃত্তির পরিমাণ
লিকি ফাউন্ডেশন রিসার্চ গ্র্যান্টস প্রোগ্রামের অধীনে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনার জন্য সমস্ত খরচ বহন করে দ্য লিকি ফাউন্ডেশন। অনুদানের ক্ষেত্রে পিএইচডি শিক্ষার্থীদের ৩ হাজার মার্কিন ডলার বা প্রায় ৩ লাখ ২৯ হাজার টাকা থেকে ১৫ হাজার মার্কিন ডলার বা প্রায় ১৬ লাখ ৪৪ হাজার টাকা দেওয়া হয়ে থাকে। তবে এর মধ্যে অর্থায়নসীমা সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার বা প্রায় ২১ লাখ ৯৩ হাজার টাকা। এ ছাড়া সিনিয়র বা জ্যেষ্ঠ বিজ্ঞানী ও পোস্ট ডক্টরাল গবেষকদের অনুদান দেওয়া হয়ে থাকে সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা প্রায় ৩২ লাখ ৮৯ হাজার টাকা পর্যন্ত।

আবেদনের সময়সীমা
স্প্রিং ও ফল–এ দুটো সময়ের ব্যবধানে অন্তর্ভুক্ত লিকি ফাউন্ডেশন রিসার্চ গ্র্যান্টস প্রোগ্রামটি পরিচালিত হয়। স্প্রিং সিজনে পরিচালিত প্রোগ্রামে আবেদনের সময় ছিল গেল ১০ জানুয়ারি পর্যন্ত। তবে ফল সিজনে পরিচালিত প্রোগ্রামে শিক্ষার্থীদের জন্য আবেদনের সুযোগ রয়েছে চলতি বছরের ১৫ জুলাই পর্যন্ত।

আবেদনের প্রক্রিয়া
আগ্রহী শিক্ষার্থীরা লিকি ফাউন্ডেশন রিসার্চ গ্র্যান্টস প্রোগ্রামে বৃত্তির জন্য আবেদন করতে এবং বৃত্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে।

সূত্র: দ্য লিকি ফাউন্ডেশনের ওয়েবসাইট

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন

অবসর ভাতায় অনিয়ম, ক্ষতি ১২৫০ কোটি

নির্বাচনের পর রমজান, আগামী বছরের এসএসসি পরীক্ষা কবে?

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

তিন দিনে ৫ পরীক্ষা বিপাকে শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আজ

উচ্চশিক্ষা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়, এটি সবার অধিকার

পাঠকবন্ধুর মহান বিজয় দিবস উদ্‌যাপন

উত্তরার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল: স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জসহ ৭ অ্যাওয়ার্ড জয়