হোম > শিক্ষা

নভেম্বরের মধ্যে শিক্ষা কার্যক্রম শেষের পরিকল্পনা সরকারের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে চলতি শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম নভেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা নিয়েছে সরকার। আজ শুক্রবার চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে এ পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। 
 
শিক্ষামন্ত্রী বলেন, ‘যেহেতু ডিসেম্বরের শেষে বা জানুয়ারির গোড়ায় আগামী জাতীয় নির্বাচনটি হওয়ার কথা, সে জন্য আমরা সব শ্রেণির বার্ষিক পরীক্ষা এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মূল্যায়ন কার্যক্রমগুলো ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে চাই। যাতে, নির্বাচনের প্রচারের সময় শিক্ষার্থীদের পড়াশোনায় কোনো ব্যাঘাত না ঘটে।’ 

আগেভাগে শিক্ষা কার্যক্রম শেষ করতেই এবার শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মের ছুটি বাতিল করা হয়েছে বলে জানান দীপু মনি। তিনি বলেন, ‘গ্রীষ্মের ছুটি আমরা বাতিল করে দিয়েছি। আমরা শীতের ছুটির সময়টা বাড়িয়ে দেব। ওখানে আমরা সমন্বয় করব।’ 
 
শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটায়—এমন কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো তাদের যেকোনো কর্মসূচিই দিক না কেন, সেই কর্মসূচির কারণে যেন আমাদের সন্তানদের পড়াশোনায় ব্যাঘাত না ঘটে।’   

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে জিম্মি করে যেন কেউ কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন না করে। কারণ, জনগণের কাছে নিশ্চয়ই সেটা গ্রহণযোগ্য হবে না। আমাদের সন্তানদের জীবনকে জিম্মি করে কেউ যদি রাজনীতি করতে চান, সেটা তো আসলে রাজনীতি হবে না, সেটি হবে অপরাজনীতি।’

‎জকসু নির্বাচন: ‎শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রুট প্ল্যান ঘোষণা

যে কারণে সন্তানদের ‘আবৃত্তি’ শেখাবেন

জকসু নির্বাচন: কাল ভোট, নিরাপত্তা জোরদার

প্রতিষ্ঠার ১৫ বছর পর বুটেক্সে প্রথম সমাবর্তন

মধ্য জানুয়ারির আগেই শিক্ষার্থীদের হাতে শতভাগ বই পৌঁছাবে: শিক্ষা উপদেষ্টা

সমুদ্রের বাতাসে স্বাস্থ্যের বার্তা

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট

নতুন বছরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

জ্ঞান, নৈতিকতা এবং উৎকর্ষের ধারায় তিন দশকের গৌরবময় অগ্রযাত্রা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি