হোম > শিক্ষা

নভেম্বরের মধ্যে শিক্ষা কার্যক্রম শেষের পরিকল্পনা সরকারের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে চলতি শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম নভেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা নিয়েছে সরকার। আজ শুক্রবার চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে এ পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। 
 
শিক্ষামন্ত্রী বলেন, ‘যেহেতু ডিসেম্বরের শেষে বা জানুয়ারির গোড়ায় আগামী জাতীয় নির্বাচনটি হওয়ার কথা, সে জন্য আমরা সব শ্রেণির বার্ষিক পরীক্ষা এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণির মূল্যায়ন কার্যক্রমগুলো ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে চাই। যাতে, নির্বাচনের প্রচারের সময় শিক্ষার্থীদের পড়াশোনায় কোনো ব্যাঘাত না ঘটে।’ 

আগেভাগে শিক্ষা কার্যক্রম শেষ করতেই এবার শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মের ছুটি বাতিল করা হয়েছে বলে জানান দীপু মনি। তিনি বলেন, ‘গ্রীষ্মের ছুটি আমরা বাতিল করে দিয়েছি। আমরা শীতের ছুটির সময়টা বাড়িয়ে দেব। ওখানে আমরা সমন্বয় করব।’ 
 
শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটায়—এমন কর্মসূচি না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো তাদের যেকোনো কর্মসূচিই দিক না কেন, সেই কর্মসূচির কারণে যেন আমাদের সন্তানদের পড়াশোনায় ব্যাঘাত না ঘটে।’   

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে জিম্মি করে যেন কেউ কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন না করে। কারণ, জনগণের কাছে নিশ্চয়ই সেটা গ্রহণযোগ্য হবে না। আমাদের সন্তানদের জীবনকে জিম্মি করে কেউ যদি রাজনীতি করতে চান, সেটা তো আসলে রাজনীতি হবে না, সেটি হবে অপরাজনীতি।’

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’-বিষয়ক সেমিনার

বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেল জবি শিক্ষার্থীর ‘হোয়াট ইফ’

জনদুর্ভোগ এড়াতে কর্মসূচিতে পরিবর্তন আনলেন সাত কলেজের শিক্ষার্থীরা

নতুন ভাষা আয়ত্ত করার ৮ কার্যকর ধাপ

জাপানে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত: শিক্ষা মন্ত্রণালয়

উপদেষ্টা পরিষদে উঠছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ

বাবা বেঁচে থাকলে স্বর্ণপদক দেখে কেঁদে ফেলতেন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

মাহিরের ভান্ডারে বিবিধ রতন