হোম > শিক্ষা

ইউএস-বাংলা মেডিকেল কলেজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইউএস-বাংলা মেডিকেল কলেজের প্রথম ব্যাচের চিকিৎসকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৮ আগস্ট) ইউএস-বাংলা মেডিকেল কলেজের অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কলেজের প্রতিষ্ঠাতা উপাধ্যক্ষ, ডা. এনায়েত করিম ইউএস-বাংলা মেডিকেল কলেজের পথচলার ইতিহাস তুলে ধরে সকল চিকিৎসকে চিকিৎসকদের কঠিন পরিশ্রমের মাধ্যমে জীবন গড়ে তোলার পরামর্শ দেন।

চিকিৎসকের মতো মহান পেশাকে সমুন্নত রাখার পরামর্শ দিয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আজিজুল ইসলাম বলেন, চিকিৎসা পেশা মানবের তরে, মানবের কল্যাণে। অসুস্থ, দুস্থ রোগীরা যেন চিকিৎসকের স্পর্শে মানবিকতার ছোঁয়া পায় সেদিকে সব সময় খেয়াল রাখতে হবে।

ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য দেন শামীম রেজা ও হুমাইরা ফেরদৌসি প্রিয়া। ইন্টার্ন চিকিৎসকেরা তাদের আবেগঘন স্মৃতিচারণ করে ইউএস-বাংলা মেডিকেল কলেজের সর্বাঙ্গীণ উন্নতি কামনা করেন। 

উল্লেখ্য ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষ থেকে ইউএস-বাংলা মেডিকেল কলেজের প্রথম বর্ষের এমবিবিএস কোর্সের পথ চলা শুরু হয়। অনুষ্ঠানটির বৈজ্ঞানিক সহযোগী ছিলেন জেনারেল ফার্মাসিউটিক্যালস।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কলেজের অধ্যাপক রেজা কোরেশী, সাদেক হাসান, রওশন আরা খানম, তাইফুল আলম এবং ইউএস-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সরকার মুহাম্মদ শামসুদ্দিন উপস্থিত ছিলেন।

‎সুষ্ঠু ভোট নিশ্চিতে জকসু ও হল সংসদ নির্বাচনে বিশেষ নির্দেশনা

আইইএলটিএস পরীক্ষায় কেন পিছিয়ে শিক্ষার্থীরা

মার্টিন লুথার কিং সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর

আমিরাতে খলিফা বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রস্তুতি

জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৪০ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা কাল

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‘প্রশ্ন ফাঁসের’ অভিযোগ ওঠার পর প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রচারণা শেষ হওয়ার আগে জকসু বামপন্থী প্যানেলের ৪০ হাজার লিফলেট চুরি