হোম > শিক্ষা

ভ্যাকসিন নিশ্চিত না করে খুলছে না ঢাবির হল

প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় : শিক্ষার্থীদের ভ্যাকসিন নিশ্চিত না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল খোলা হবে না। ভ্যাকসিন নিশ্চিত করেই হল খুলতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে আগামী ১৭ মে থেকে ঢাবির আবাসিক হল খুলছে না।

গতকাল বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকেলে প্রভোস্ট কমিটির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ মে থেকে ঢাবির আবাসিক হল খোলা হচ্ছে না। হলে অবস্থানরত সব শিক্ষার্থীকে টিকা দিতে না পারায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুই ডোজ ভ্যাকসিন নিশ্চিত করেই শিক্ষার্থীদের হলে তুলতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ১৭ মে হল খোলা সম্ভব হচ্ছে না। কেননা সরকারের নির্দেশনা রয়েছে টিকা নিশ্চিত না করে শিক্ষার্থীদের আবাসিক হলে তোলা যাবে না। এতে করে সংক্রমণ ছড়িয়ে পরার সম্ভাবনা রয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে ফেলা যাবে না।

উপাচার্য আরও বলেন, এপ্রিল মাস শেষ হতে চলেছে। এই অবস্থায় আগামী ১৭ দিনে শিক্ষার্থীদের দুই ডোজ টিকা দেয়া সম্ভব হবে না। সেজন্য হল খোলার আগের সিদ্ধান্ত থেকে সরে আসা হয়েছে। শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করেই আবাসিক হল খোলা হবে।

প্রসঙ্গত, গত ২২ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল খোলার ঘোষণা দেন। হল খোলার পর শিক্ষা কার্যক্রম চালু করা হবে বলেও জানান তিনি।

সম্পূর্ণ অর্থায়িত তুর্কিয়ে বুরসলারি বৃত্তি

জানুয়ারিতেই বিশেষ বৃত্তি পাচ্ছেন জবি শিক্ষার্থীরা

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: লিখিত পরীক্ষার ফল চলতি মাসেই

জবিতে ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ ‎

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ

নবীন শিক্ষার্থীদের বরণ করল ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ

সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর অপেক্ষায়

বুয়েটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৭.৪৪ শতাংশ, ফল ৭ ফেব্রুয়ারি

স্নাতক ও স্নাতকোত্তরে স্বর্ণপদক জিতেছেন তারেক