হোম > শিক্ষা

‘১ সেপ্টেম্বর থেকে পরীক্ষা না নিলে শিক্ষকেরা বিভাগে ঢুকতে পারবেন না’

প্রতিনিধি, জাককানইবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীদের সকল পরীক্ষা সশরীরে অথবা অনলাইনে নেওয়ার কড়া দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। আজ বুধবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সঙ্গে সরাসরি কথা বলেন শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা। জাককানইবি এর শাখা ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারক লিপি প্রদান ও সৌজন্য সাক্ষাৎ করে।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান রাকিব বলেন, আপনাদের সব সময় বলে আসছি, শিক্ষার্থীবান্ধব কিছু কিছু সিদ্ধান্ত নেন। যাতে আমরা বলতে পারি। কিন্তু আমরা এই পর্যন্ত কিছু পাই নাই। দুঃখজনক। খুব কম। এত দেখে আসছে স্যার। এখন আর শিক্ষার্থীদের কোনো ছাড় নাই। আর এক পারসেন্টও ছাড় নাই।

এ সময় উপাচার্য বলেন, ‘তোমাদের সকল দাবিগুলো আমরা দেখব।’

এর জবাবে রাকিব বলেন, দেখবেন বলতে স্যার! এ রকম বহুত দেখেছেন স্যার। দেখতে দেখতে এ পর্যন্ত আসছি। আর দেখাদেখির সময় নাই স্যার। ১ তারিখ (১ সেপ্টেম্বর) থেকে যদি পরীক্ষা শুরু না হয়, কোনো বিভাগীয় প্রধান, আমি এইখানে বইলা যাচ্ছি, কোনো বিভাগীয় প্রধান, আমি যদি স্যার ছাত্রলীগের সেক্রেটারি নাও থাকি, আমি যদি বাইচা থাকি স্যার, কোনো বিভাগীয় প্রধান বিভাগে প্রবেশ করতে পারবেন না। আমার স্ট্রেট ফরোয়ার্ড কথা। আমি বেয়াদব স্যার। আমি শিক্ষার্থীদের জন্য বেয়াদব স্যার।’ 

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবির, প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান রাকিব সহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

‎সুষ্ঠু ভোট নিশ্চিতে জকসু ও হল সংসদ নির্বাচনে বিশেষ নির্দেশনা

আইইএলটিএস পরীক্ষায় কেন পিছিয়ে শিক্ষার্থীরা

মার্টিন লুথার কিং সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর

আমিরাতে খলিফা বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রস্তুতি

জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৪০ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা কাল

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‘প্রশ্ন ফাঁসের’ অভিযোগ ওঠার পর প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রচারণা শেষ হওয়ার আগে জকসু বামপন্থী প্যানেলের ৪০ হাজার লিফলেট চুরি