জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীদের সকল পরীক্ষা সশরীরে অথবা অনলাইনে নেওয়ার কড়া দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। আজ বুধবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সঙ্গে সরাসরি কথা বলেন শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা। জাককানইবি এর শাখা ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারক লিপি প্রদান ও সৌজন্য সাক্ষাৎ করে।
এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান রাকিব বলেন, আপনাদের সব সময় বলে আসছি, শিক্ষার্থীবান্ধব কিছু কিছু সিদ্ধান্ত নেন। যাতে আমরা বলতে পারি। কিন্তু আমরা এই পর্যন্ত কিছু পাই নাই। দুঃখজনক। খুব কম। এত দেখে আসছে স্যার। এখন আর শিক্ষার্থীদের কোনো ছাড় নাই। আর এক পারসেন্টও ছাড় নাই।
এ সময় উপাচার্য বলেন, ‘তোমাদের সকল দাবিগুলো আমরা দেখব।’
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবির, প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান রাকিব সহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।