হোম > শিক্ষা

কৃষিগুচ্ছের অপেক্ষমাণদের ভর্তি তিন ধাপে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

কৃষিগুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার পঞ্চম অটোমাইগ্রেশনের পর অপেক্ষমাণ তালিকা থেকে মেধাক্রম অনুযায়ী ফল প্রকাশিত হয়েছে।

আজ শুক্রবার কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষাসংক্রান্ত ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রেজিস্ট্রার ও কৃষিগুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যসচিব ড. মো. হেলাল উদ্দীনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, পঞ্চম অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিত প্রার্থীদের অনলাইনে ভর্তি ফির প্রথম অংশ ১০ হাজার টাকা (অফেরতযোগ্য) জমা দিয়ে ভর্তি হওয়ার আগ্রহ নিশ্চিত করতে ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করতে হবে। এটি চলবে ২১-২৫ জুন পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন শূন্য থাকলে ষষ্ঠ অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনের জন্য অবশিষ্ট অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও বিষয়ভিত্তিক ফলাফল প্রকাশ করা হবে আগামী ২৮ জুন।

এ ছাড়া ষষ্ঠ অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিত প্রার্থীদের অনলাইনে ভর্তি ফির প্রথম অংশ ১০ হাজার টাকা (অফেরতযোগ্য) ২৯ জুন থেকে ৩ জুলাইয়ের মধ্যে জমা দিয়ে ভর্তি হওয়ার আগ্রহ নিশ্চিত করতে ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করার কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সপ্তম অটোমাইগ্রেশন সম্পন্ন করার পর শূন্য আসনের জন্য অবশিষ্ট অপেক্ষমাণ তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও বিষয়ভিত্তিক ফলাফল আগামী ৬ জুলাই প্রকাশ করা হবে।

সপ্তম অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিত প্রার্থীদের অনলাইনে ভর্তি ফির প্রথম অংশ ১০ হাজার টাকা (অফেরতযোগ্য) ৭-১১ জুলাইয়ের মধ্যে জমা দিয়ে ভর্তি হওয়ার আগ্রহ নিশ্চিত করতে ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করতে হবে। এই প্রক্রিয়ার তারিখ পরবর্তীকালে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

অষ্টম অটোমাইগ্রেশন সম্পন্ন করে অনস্পট ভর্তির জন্য অপেক্ষমাণ তালিকা থেকে শূন্য আসনের তিন গুণ ছাত্র-ছাত্রীর অপেক্ষমাণ তালিকার ফলাফল প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পরীক্ষা নিয়ে স্কুলে মুখোমুখি শিক্ষক-অভিভাবকেরা

শাবিপ্রবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৮ ডিসেম্বর

ব্যাংকে ব্যবহৃত ১০টি ইংরেজি বাক্য: (পর্ব-১)

চীনের চংকিং বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

বিশ্ববিদ্যালয়ে ভর্তি: বাংলায় বাড়তি প্রস্তুতি চাই

সরকারি স্কুলে ভর্তির বয়স নিয়ে নতুন নির্দেশনা মাউশির

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে লাগাতার অবস্থানের ডাক

ঢাকা বিশ্ববিদ্যালয় খুলবে ২৮ ডিসেম্বর, অনলাইন ক্লাস বন্ধ হবে তার আগেই

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: ৫ দফা দাবিতে ইডেনের শিক্ষার্থীদের বিক্ষোভ

ফোসেপ প্রকল্প : কেনাকাটায় হাতখোলা মাউশি