হোম > শিক্ষা

এ মাসেই টিকা পাবে বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: চলতি জুনেই দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা কোভিড টিকা পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জে জাজিরা মোহাম্মাদিয়া আলিম মাদ্রাসায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২০–এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা অগ্রাধিকারের ভিত্তিতে মেডিকেলের শিক্ষার্থীরা যেমন পাবেন, তাঁদেরও সেভাবে টিকা দেওয়া হবে। ৬ লাখ টিকা এখন এসেছে, টিকা আরও আসবে। জুন থেকে আমাদের শিক্ষার্থীদের টিকা পাওয়ার কথা। আবাসিক শিক্ষার্থীদের টিকা দেওয়া শেষ হলে পরে বিশ্ববিদ্যালয় পর্যায়ের সাধারণ শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হবে।’

এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে দীপু মনি বলেন, ‘আমরা এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ৬০ এবং ৮৪ দিনের যে কথা বলেছি সেগুলোর জন্য অ্যাসাইনমেন্ট দিচ্ছি। আরও কিছুদিন আমাদের দেখতে হবে। যদি একেবারেই পরীক্ষা নেওয়া সম্ভব না হয় আমরা বিকল্প চিন্তাভাবনা করে রেখেছি। আমরা সব রকমের সিনারিও চিন্তা করে কী কী সম্ভাব্য বিকল্প থাকতে পারে সেগুলো নিয়ে ভাবছি, কাজ করছি। কাজেই চেষ্টা করে পরীক্ষা নেওয়া যদি যায় যাবে, না হলে বিকল্প কীভাবে মূল্যায়ন করা যেতে পারে সেগুলো নিয়েও আমরা ভাবছি।’

পরীক্ষা না হলে বিকল্প কী চিন্তা করা হচ্ছে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে পরীক্ষা হবে কি হবে না সেটা বলে দিতে পারছি না। হয়তোবা খুব শিগগির সিদ্ধান্তটি নিতে হবে। সেটা সার্বিক পরিস্থিতির ওপর নির্ভর করবে। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ মাথায় রেখেই আমাদের সিদ্ধান্তগুলো হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘পড়াশোনা থেকে দূরে সরে যাবেন না, কারণ আজকে যদি আপনার পরীক্ষা নাও হয় তাহলেও পরবর্তী ক্লাসে আপনাকে পড়তে হবে। পরবর্তী ক্লাসের জিনিস বোঝার জন্য আজকের এই ক্লাসের পড়াশোনা আপনাকে জানতে হবে।’

সম্পূর্ণ অর্থায়িত তুর্কিয়ে বুরসলারি বৃত্তি

জানুয়ারিতেই বিশেষ বৃত্তি পাচ্ছেন জবি শিক্ষার্থীরা

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: লিখিত পরীক্ষার ফল চলতি মাসেই

জবিতে ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ ‎

ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটে ভর্তির আবেদন শুরু ১৪ জানুয়ারি

‘নম্বর টু দ্য ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ পেলেন জবির মোস্তাফিজ

নবীন শিক্ষার্থীদের বরণ করল ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ

সাদা অ্যাপ্রোন গায়ে জড়ানোর অপেক্ষায়

বুয়েটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৭.৪৪ শতাংশ, ফল ৭ ফেব্রুয়ারি

স্নাতক ও স্নাতকোত্তরে স্বর্ণপদক জিতেছেন তারেক