হোম > শিক্ষা

রাবিতে শিক্ষা ও গবেষণায় সহায়তার আশ্বাস প্রণয় ভার্মার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষা ও গবেষণায় ভারতের পক্ষ থেকে সহযোগিতার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ মঙ্গলবার রাবি সফরে গিয়ে তিনি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারকে এ আশ্বাস দেন। 

বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

মঙ্গলবার সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার। এ সময় তাঁকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন উপাচার্য। ভবিষ্যতে রাবি শিক্ষা ও গবেষণার উন্নয়নে ভারতের সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তখন হাইকমিশনার সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। 

এ সময় রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার, রাবি উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন। 

উপাচার্য হাইকমিশনারকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শুভেচ্ছা স্মারক ও পরিচিতি প্রকাশনা উপহার দেন। পরে হাইকমিশনার জোহা চত্বর, সাবাস বাংলাদেশ, শহীদ মিনার, শহীদ স্মৃতি সংগ্রহশালা ও রাবি কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করেন। এ সময় হাইকমিশনার রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ‘গ্রিন ক্যাম্পাস’ হিসেবে উল্লেখ করে এখানে আসতে পেরে তাঁর ভালো লাগার কথা জানান।

প্রতিষ্ঠার ১৫ বছর পর বুটেক্সে প্রথম সমাবর্তন

মধ্য জানুয়ারির আগেই শিক্ষার্থীদের হাতে শতভাগ বই পৌঁছাবে: শিক্ষা উপদেষ্টা

সমুদ্রের বাতাসে স্বাস্থ্যের বার্তা

এআইইউবিতে সাইবার গেমিং ফেস্ট

নতুন বছরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

জ্ঞান, নৈতিকতা এবং উৎকর্ষের ধারায় তিন দশকের গৌরবময় অগ্রযাত্রা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি

কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ে অর্থায়িত বৃত্তি

জকসুর প্রচারণা শেষ: সুষ্ঠু ও শঙ্কামুক্ত নির্বাচনের আশায় প্রার্থী ও শিক্ষার্থীরা

‎সুষ্ঠু ভোট নিশ্চিতে জকসু ও হল সংসদ নির্বাচনে বিশেষ নির্দেশনা