দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ফাজিল (পাস) পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ৩০ জানুয়ারি থেকে ফাজিল প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের পরীক্ষা শুরুর কথা থাকলেও এই পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ জানুয়ারি ২০২২ তারিখে অনুষ্ঠিতব্য ফাজিল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এর আগে গত ৫ জানুয়ারি এই সব পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। আগামী ৩০ জানুয়ারি শুরু হয়ে ১১ এপ্রিল এসব পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল।