হোম > শিক্ষা

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে টিকা পাচ্ছেন সাড়ে ৩ হাজার শিক্ষার্থী

প্রতিনিধি, জাককানইবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের কোভিড-১৯–এর টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে ‘সুরক্ষা’ অ্যাপে রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা পাবেন সাড়ে তিন হাজার শিক্ষার্থী।

গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগে তালিকাভুক্ত শিক্ষার্থীরা ১০ জুলাই থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। সারা দেশে অবস্থানকারী শিক্ষার্থীরা তাঁদের নিজ নিজ এলাকার পছন্দ দিয়ে নিকটস্থ টিকাদান কেন্দ্র থেকে টিকা নিতে পারবেন। 

জানা যায়, বর্তমানে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাড়ে সাত হাজার। প্রথম দফায় টিকা পাচ্ছেন সাড়ে তিন হাজার।

‘বাকিরা কবে নাগাদ টিকা পাবেন?’ এমন প্রশ্নের জবাবে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবির জানান, সরকার আবার নতুন তথ্য চাইলে জানানো হবে। এখন আবাসিক/অনাবাসিক মিলিয়ে সাড়ে তিন হাজার শিক্ষার্থী টিকার জন্য তথ্য দিতে পারবে। কিছুদিন আগে প্রতিটি শিক্ষার্থীকে নিজ নিজ বিভাগে তথ্য দিতে বলা হয়েছিল। সে সময় বিভাগগুলো ও শিক্ষার্থীদের নিজেদের গাফিলতির কারণে এখন বঞ্চিত হচ্ছেন বলে জানান তিনি। 

তিনি আরও জানান, এখন যেহেতু টিকা আসতে শুরু করেছে, সেহেতু সংকট হবে না। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

নতুন ভাষা আয়ত্ত করার ৮ কার্যকর ধাপ

জাপানে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত: শিক্ষা মন্ত্রণালয়

উপদেষ্টা পরিষদে উঠছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ

বাবা বেঁচে থাকলে স্বর্ণপদক দেখে কেঁদে ফেলতেন

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

মাহিরের ভান্ডারে বিবিধ রতন

বিশ্ববিদ্যালয়ের আড্ডা সংস্কৃতি

চীনের হোহাই বিশ্ববিদ্যালয়ে সিএসসি বৃত্তি

ডিআইইউতে পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে পাঠকবন্ধুর শীতবস্ত্র বিতরণ