হোম > শিক্ষা

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ইবি ক্যাম্পাস

ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি

২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আজ রোববার দুপুর ১২টায় 'এ' ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে দেশের ২০টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে শুরু হয়েছে গুচ্ছভিত্তিক সমন্বিত ভর্তি পরীক্ষা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্যাম্পাসে এসেছেন পরীক্ষার্থীরা। ১৮ মাস পর যেন প্রাণ ফিরে পেয়েছে ক্যাম্পাস। 

জানা যায়, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগসহ তিনটি ইউনিটে মোট ২২ হাজার ১৩টি আসন রয়েছে, যার বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৩২ হাজার ৪৫৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন ১৪ হাজার ৪০৩ জন। ‘এ’ ইউনিটে ৭ হাজার ৮৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করবেন। 

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, ডায়না চত্বর, আমবাগান এবং বিশ্ববিদ্যালয়ের আশপাশের আঙিনাগুলো ছিল শিক্ষার্থীদের পদচারণায় মুখর। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বসে কেউ নিচ্ছেন শেষ মুহূর্তের প্রস্তুতি। কেউ খুঁজে দেখছেন তাঁদের পরীক্ষার আসন। কেউ আবার ক্যাম্পাস ঘুরে দেখতে ব্যস্ত। 

গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ফারজানা আকতার বলেন, 'গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা সম্পূর্ণ নতুন একটা পদ্ধতি। এই পদ্ধতিতে পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে ভালো লাগছে। আমাদের ভোগান্তি কম হচ্ছে। নিজ জেলায় পরীক্ষা দিতে পারছি। ভালো প্রস্তুতি নিয়েছি।' 

‎সুষ্ঠু ভোট নিশ্চিতে জকসু ও হল সংসদ নির্বাচনে বিশেষ নির্দেশনা

আইইএলটিএস পরীক্ষায় কেন পিছিয়ে শিক্ষার্থীরা

মার্টিন লুথার কিং সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর

আমিরাতে খলিফা বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রস্তুতি

জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৪০ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষা কাল

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে জবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‘প্রশ্ন ফাঁসের’ অভিযোগ ওঠার পর প্রাথমিকের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রচারণা শেষ হওয়ার আগে জকসু বামপন্থী প্যানেলের ৪০ হাজার লিফলেট চুরি